পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর প্রশংসার বৃষ্টিতে ভিজছে বাংলাদেশ দল। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো উপচে পড়ছে অভিনন্দন-বার্তায়।
রাওয়ালপিন্ডিতে আজ দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে শান্তবাহিনী। যে জয়ে ২-০ ব্যবধানে স্বাগতিকদের ধবলধোলাই করল টাইগাররা। পাকিস্তানকে তাদের মাটিতেই ধবলধোলাইয়ের মাত্র দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ২০২২ সালে ইংল্যান্ড ৩-০ ব্যবধানে হারিয়েছিল।
নিজেদের টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের মাত্র পঞ্চম সিরিজ জয়। এর আগে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলকেই দুবার করে হারিয়েছে বাংলাদেশ। তবে এবারের প্রতিপক্ষ পাকিস্তান এবং জয়টি তাদেরই মাটিতে হওয়ায় গুরুত্ব আলাদা।
এমন জয়ের পর 'নড়াইল এক্সপ্রেস' খ্যাত মাশরাফি ফেসবুকে লিখেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়! অভিনন্দন বাংলাদেশ। ’
জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবাল ফেসবুকে লিখেছেন, ‘এটা স্রেফ অসাধারণ...২৬ রানে ৬ উইকেট হারিয়ে সেখান থেকে ২–০ ব্যবধানে সিরিজ জয়! কী দারুণ ঘুরে দাঁড়ানো! দলকে বড় অভিনন্দন...এটা অনেক দিন স্মরণ রাখা হবে। ’
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৪
এমএইচএম