বাংলাদেশের পেসারদের দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এরপর তাদের মিশন ভারত সফর।
কিন্তু ইনজুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে তিনি। লিগামেন্টের ইনজুরির অস্ত্রোপচারের এক বছরেরও বেশি সময় পর অনুশীলনে ফেরেন এবাদত। এবার দলের সঙ্গে ভারত সফরেও যাচ্ছেন তিনি। শুক্রবার মিরপুরে নিজেই সাংবাদিকদের খবরটি জানিয়েছেন এই পেসার।
তিনি বলেন, ‘অবশ্যই, আফসোস হয়। কারণ আজকে প্রায় ১৩ মাস আমি খেলতে পারছি না। এমন একটা ইনজুরিতে পড়েছি অনেক লম্বা সময় নিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে বাহিরে থাকা সত্যি কথা এটা অনেক কষ্টের। মনে হয় না বেশিদিন লাগবে। ইনশাআল্লাহ আমিও খেলব, ভালো করার চেষ্টাও করব। ’
ভারত সফরে যাওয়া নিয়ে এবাদত বলেন, ‘আমাকে ফিজিও এবং ট্রেনার, পেস বোলিং কোচ উনারা যে প্রোগ্রাম দিয়েছে ওই প্রোগ্রামই ফলো করছি। রেস্ট্রিক্টের ব্যাপারটা হলো শতভাগ এফোর্ট দিয়ে বোলিং করার অনুমতি তারা দেয়নি। এখন আমি ৭০-৮০ বা কাছাকাছি এফোর্টে বোলিং করছি। পরিকল্পনা যেটা আছে বাংলাদেশ দলের সঙ্গে হয়ত আমাকে ভারতে নেবে। ’
‘ওইখানে দেখা যাচ্ছে আমার যে বোলিং সাপোর্ট, ডাক্তার, ফিজিও, পেস বোলিং কোচ, ট্রেনার সবাইকে আমি পাবো। বিশেষ করে বাংলাদেশ দলের পর্যবেক্ষণে থাকব। এই জিনিসটার জন্য হয়ত আমাকে নিয়ে যাবে ভারতে। ওইখানে গিয়ে আমার ফিটনেসের ব্যাপারটা পর্যবেক্ষণ করবে, কতটুকু ফিট আমি। যদিও এরকম (ফিট) মনে হয় তখন উনারা সিদ্ধান্ত নেবেন। ’
চেন্নাইয়ে আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে দুই দল খেলবে শেষ টেস্টটি। আর ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর।
বাংলাদেশ সময় :
এমএইচবি