গত বছরখানেক ধরেই তামিম ইকবালকে নিয়ে অনিশ্চয়তার শেষ হচ্ছে না বাংলাদেশের ক্রিকেটে। ওয়ানডে বিশ্বকাপের আগে ফিরে আসেন।
যদিও আন্তর্জাতিক ক্রিকেটে আর মাঠে ফেরেননি তামিম। মিরপুরেও খুব একটা আসেননি তিনি। তবে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কয়েকবারই দেখা গেছে তাকে। নতুন ক্রীড়া উপদেষ্টাকে বিসিবি ঘুরিয়েও দেখান তিনি।
এখন আবার নতুন গুঞ্জন, বিসিবি পরিচালক হতে পারেন তামিম। গত বৃহস্পতিবার বোর্ড প্রধান ফারুক আহমেদের সঙ্গে বসেন ক্রিকেটাররা। ওখানে উপস্থিত ছিলেন তামিমও। কোন হিসেবে তিনি ছিলেন? শনিবার এমন প্রশ্নের উত্তরে ফারুক বলেন, ‘আপাতত খেলোয়াড়। অবসর নিয়েছে নাকি ও?’
দেশের সার্বিক পরিস্থিতিই বেশ কঠিন। এর মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে ক্রিকেটারদের আয়ের বড় উৎস বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে। গত বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে কী নিয়ে আলাপ হয়েছে তাও জানিয়েছেন ফারুক।
তিনি বলেন, ‘তামিম এসেছিল। আপনারা জানেন প্রেসিডেন্ট হওয়ার পরে খেলোয়াড়দের সঙ্গে ওরকম বসতে পারিনি। প্রথম কাজ হলো ওরা এসেছিল দেখা করার জন্য। আর দ্বিতীয় হলো যেহেতু একটু কঠিন সময় যাচ্ছে, লিগগুলো, বিপিএল এগুলো সময়মতো কীভাবে হবে। ওদের কিছু প্রস্তাবনা ছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি কীভাবে ঠিকভাবে করতে পারি। ’
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
এমএইচবি/এমএইচএম