ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
তামিমকে টপকে শীর্ষে মুশফিক

রবিচন্দ্রন অশ্বিনকে ছক্কা মারার পরের বলেই সাজঘরে ফিরলেন মুশফিকুর রহিম। খানিকটা এগিয়ে এসে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে দেন লোকেশ রাহুলের হাতে।

তবে ১১ বলে ১৩ রান করে ফেরার আগে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকার সিংহাসনে বসেন তিনি। টপকে যান তামিম ইকবালকে।

তিন ফরম্যাট মিলিয়ে ৪৬৪ ম্যাচে ৫১৪ ইনিংস খেলে ১৫ হাজার ২০৫ রান করেছেন মুশফিক। তামিমকে ছাড়িয়ে যেতে কেবল ৩ রান প্রয়োজন ছিল তার। ৩১তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজাকে চার মেরে শীর্ষে উঠে যান তিনি।

চেন্নাই টেস্টে ধারাভাষ্য দেওয়া তামিম ৩৮৭ ম্যাচে ৪৪৮ ইনিংস খেলে ১৫ হাজার ১৯২ রান করেছেন। ১৪ হাজার ৭০০* রান নিয়ে তালিকার তিনে আছেন সাকিব আল হাসান। ১০ হাজার ৬৯৪ রান করে মাহমুদউল্লাহ রিয়াদ চার ও ৭ হাজার ১৮৩ রান তুলে পাঁচে লিটন দাস।

*এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটিং করছিলেন সাকিব 

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এএইচএস

   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।