ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের আঙুলে ‘অস্ত্রোপচার’, গ্রিপ করতে সমস্যা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
সাকিবের আঙুলে ‘অস্ত্রোপচার’, গ্রিপ করতে সমস্যা

সাকিব আল হাসানকে নিয়ে সমস্যার যেন শেষই হচ্ছে না। এই অলরাউন্ডার অনেকদিন ধরে চোখের সমস্যায় ভুগেছেন।

সেটি এখনও পুরোপুরি কাটাতে পারেনি। হেলমেটের স্ট্রিপ মুখে রাখেন ব্যাটিংয়ের সময়।  

এর মধ্যে জানা গেল নতুন খবর, সাকিবের হাতের আঙুলে নাকি হয়েছে অস্ত্রোপচার। এখন তিনি খেলছেন চেন্নাইয়ে ভারতের বিপক্ষে। দলটির দ্বিতীয় ইনিংসের ৫৩তম ওভারে বোলিং করছিলেন তিনি।  

কিন্তু চেন্নাই টেস্টে অনেকটাই নিষ্প্রভ সাকিব। বোলিংয়ে খুব কার্যকরী কেন হতে পারছেন না, এমন কৌতূহল আছে অনেকের। এটি জানতে সাকিবের সঙ্গে কথা বলেছেন ভারতীয় ধারাভাষ্যকার মুরালি কার্তিক। ওই কথোপকথন ধারাভাষ্যের সময় বলেছেন তিনি।  

মুরালি বলেন, ‘তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তাকে জিজ্ঞেস করেছিলাম, কী কারণে সে কম বোলিং করছে...সে আমাকে যা বলেছে, তা একজন স্পিনার হিসেবে আমি অনুধাবন করতে পারছি। ’

 ‘তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে। সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতিটা দরকার। এ ছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে। ’

চেন্নাইয়ে ধারাভাষ্য দিচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। নিজের সময়ে তিনি বলেছেন, ‘মুরালি কার্তিক বলে গেছে, আঙুলের সমস্যার কারণে সাকিব বল গ্রিপ করতে পারছে না। যদি তা-ই হয়, তাহলে বাংলাদেশ চারজন ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলছে। ’

‘টিম ম্যানেজমেন্টের অবশ্যই জানানো উচিত, তারা এই ইনজুরির কথাটা আগে থেকেই জানত কি না। ’ বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী অবশ্য একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা সাকিবের এই অস্ত্রোপচারের ব্যাপারে কিছু জানেন না।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।