ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

চেন্নাইয়ে ২৮০ রানের হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
চেন্নাইয়ে ২৮০ রানের হার বাংলাদেশের

হারটা ছিল অবশ্যম্ভাবী। কতক্ষণ সময় লাগে, তাই ছিল দেখার।

৬ উইকেট হাতে নিয়ে একটি সেশনও খেলতে পারেনি বাংলাদেশ। টেস্টের শুরুতে বোলাররা আশার আলো দেখালেও পরের পুরো সময়ই ছিল হতাশার, বিশেষত ব্যাটিং।  

চেন্নাইয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় স্বাগতিকরা। পরে বাংলাদেশ করতে পারে কেবল ১৪৯ রান। ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

চতুর্থ দিনের প্রথম ঘণ্টায় কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। কিন্তু পানি পানের বিরতির পর চার বলের ভেতরই উইকেট হারায়, আক্রমণে এসে সাফল্য পান রবীচন্দ্রন অশ্বিন। নাজমুল হোসেন শান্তর সঙ্গে আগের দিনটা শেষ করা সাকিব আল হাসানের ব্যাটের ওপরের অংশে লেগে প্যাড ছুঁয়ে চলে যায় জয়সোয়ালের হাতে।  

আউট হওয়ার আগে ৫৬ বলে ৩ চারে ২৫ রান করেন সাকিব। সাত ইনিংসে হাফ সেঞ্চুরি পাচ্ছেন না তিনি। লিটনও এরপর ফিরে যান অল্পতে। তার ব্যাট ছুঁয়ে বল যায় স্লিপে দাঁড়ানো রোহিত শর্মার হাতে। ১০ বলে স্রেফ ১ রানই করতে পেরেছিলেন তিনি। ১০ বলে ৮ রান করা মেহেদী হাসান মিরাজ আউট হন অশ্বিনের বলে।

পানি পানের বিরতির পর খেই হারানো বাংলাদেশের দিশা পাওয়ার আশা ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু তিনিও উইকেট হারানোর মিছিলে যোগ দেন। ৮২ রান করে জাদেজার বলে বুমরার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

তার বিদায়ের পর বাংলাদেশের জন্য হারটা ছিল স্রেফ সময়ের ব্যাপার মাত্র। ৪ উইকেটে ১৯৪ রান করা বাংলাদেশ যেতে পেরেছে ২৩৪ রান অবধি। ২১ ওভারে ৮৮ রান দিয়ে একাই ৬ উইকেট নেন অশ্বিন। জাদেজা তিন ও বুমরাহ পেয়েছেন এক উইকেট।  

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।