নভেম্বর-ডিসেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। তা সামনে রেখে একইদিন দল ঘোষণা করেছে তারা।
দুই বছর পর শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া। এছাড়া ফেরানো হয়েছে ওশাদা ফার্নান্দোকেও। মূলত পাঁচ বছর আগে সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ভালো পারফরম্যান্সের সুবাদেই স্কোয়াডে রাখা হয়েছে এই দুজনকে।
পরিবর্তন এসেছে দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে। ইনজুরির কারণে সবশেষ বাংলাদেশ সিরিজে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি ছাড়াও স্কোয়াডে ফিরেছেন মার্কো ইয়ানসেন ও গেরাল্ড কুটসিয়া।
এদিকে ডারবানে প্রথম টেস্ট শুরু হবে ২৭ নভেম্বর। গেবেখায় দ্বিতীয় টেস্ট চলবে ৫ ডিসেম্বর থেকে।
শ্রীলঙ্কা স্কোয়াড: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, প্রভাথ জয়সুরিয়া, নিশান পেইরিস, লাসিথ এম্বুলদেনিয়া, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও কসুন রাজিথা।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, গেরাল্ড কুটসিয়া, টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনা।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এএইচএস