এই ব্যাটিং লাইনআপে ভারতের সবচেয়ে বড় ভরসা ছিলেন বিরাট কোহলি। কিন্তু অভিজ্ঞ এই ব্যাটার ১২ বল খেলেই জশ হ্যাজেলউডের ফাঁদে কুপোকাত।
তাই পার্থ টেস্টের প্রথম দিনে দুই সেশনেই শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। খেলতে পারেনি পুরো ৫০ ওভারও। এর মধ্যে ১৫০ রানেই অলআউট হয়েছে জাসপ্রিত বুমরাহর দল।
সফরকারীদের ব্যাটিং লাইনআপে ধস নামানোর শুরুটা করেন মিচেল স্টার্ক ও হ্যাজেলউড। ইনিংসের তৃতীয় ওভারেই স্টার্কের বলে গালিতে থাকা ন্যাথান ম্যাকসুয়েনিকে ক্যাচ দেন যশস্বী জয়সওয়াল (০)। বাঁহাতি এই ওপেনার ৮ বল খেললেও তিনে নামা দেবদূত পাডিক্কাল খেলে ফেলেন ২৩ বল। তবুও রানের খাতা খুলতে পারেননি তিনি। হ্যাজেলউডের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে থাকা অ্যালেক্স ক্যারির হাতে।
এরপর কোহলিকেও (৫) নিজের শিকারে পরিণত করেন হ্যাজেলউড। তার খানিকটা লাফিয়ে ওঠা বলে কিছু বুঝতে না পেরে অনিচ্ছাকৃতভাবেই ব্যাট ছুঁইয়ে দেন কোহলি। প্রথম স্লিপে থেকে তার ক্যাচটি নিতে কোনো অসুবিধা হয়নি উসমান খাজার।
লাঞ্চের আগে লোকেশ রাহুলও (২৬) ফিরে গেলে আরও চাপের মুখে পড়ে যায় ভারত। যদিও সেই আউট নিয়ে বিতর্ক আছে। আল্ট্রা এজের স্পাইক কি বল-ব্যাট নাকি ব্যাট-প্যাডের সংঘর্ষের ছিল তা নিয়ে আলোচনা চলছে নেটিজেনদের মধ্যে। দিনশেষে সেই চাপ থেকে আর বেরোতে পারেনি সফরকারীরা। সপ্তম উইকেট জুটিতে ঋষভ পন্ত ও রেড্ডি কিছুটা সম্ভাবনা জুগিয়েছিলেন বটে। কিন্তু দুজনকেই সাজঘরের পথ দেখান প্যাট কামিন্স। ভাঙেন ৪৮ রানের জুটি। এর আগে জোড়া উইকেট শিকার করেন মিচেল মার্শ।
শেষ দিকে হ্যাজেলউড আরও দুই উইকেট নিলে দেড়শতে থামে ভারত। দলটির হয়ে ৫৯ বলে ৬ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন রেড্ডি। এছাড়া পন্তের ব্যাট থেকে আসে ৩৭ রান। অজিদের হয়ে হ্যাজেলউডের শিকার সর্বোচ্চ চারটি উইকেট। এছাড়া দুটি করে উইকেট নেন স্টার্ক, মার্শ ও কামিন্স।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
এএইচএস