ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

তাসকিনের জোড়া উইকেটে স্বস্তি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
তাসকিনের জোড়া উইকেটে স্বস্তি বাংলাদেশের

প্রথম ১০ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে বেশ চাপেই রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। তবে উইকেট দিতে পারছিলেন না কেউই।

অবশেষে দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশ দলকে স্বস্তি এনে দিলেন তাসকিন আহমেদ।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৩৭ রান।  

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। তাসকিন আহমেদের সঙ্গী হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। স্পিনে অধিনায়ক মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম।  

জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা হয়নি লিটন দাসের, পরে খেলেননি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। তাকে ফেরানো হয়েছে একাদশে। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার পর আবার সুযোগ পেয়েছেন শাহাদাৎ হোসেন দীপু।  

আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারছিলেন না ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। দারুণ লাইন-লেংথ বজায় রেখে তাদের আটকে রেখেছিলেন হাসান, শরিফুল ও তাসকিন। প্রথম ১০ ওভারে মাত্র ২২ রান তুলতে পারে স্বাগতিকরা। তবে কাঙ্ক্ষিত উইকেটের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষায় থাকতে হয় ১৪তম ওভার পর্যন্ত।  

তাসকিনের ফুল লেংথের স্টাম্প বরাবর বলটি ভেতরে ঢুকে ব্রাফেটের প্যাডে লাগে। আবেদন করার সঙ্গে সঙ্গে আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়েছিলেন ব্রাফেট। কিন্তু সিদ্ধান্ত বদলায়নি। ৩৮ বলে ৪ রান করে বিদায় নেন ক্যারিবীয় অধিনায়ক।  

নিজের পরবর্তী ওভারে এসে কিচি কার্টিকে বিদায় করেন তাসকিন। মিডল-স্টাম্প বরাবর আসা বলে ফ্লিক করতে চেয়েছিলেন কার্টি, কিন্তু বল এজ হয়ে মিড উইকেটে থাকা তাইজুল ইসলামের হাতে জমা হয়। কার্টি রানের খাতাও খুলতে পারেননি। দলীয় ২৫ রানে দ্বিতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।