ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের ২ উইকেটের পরও জেতেনি বাংলা টাইগার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
সাকিবের ২ উইকেটের পরও জেতেনি বাংলা টাইগার্স

আবুধাবি টি-টেন লিগে পরপর দুই ম্যাচে হারের মুখ দেখল বাংলা টাইগার্স। আজ নিউইয়র্ক স্ট্রাইকার্সের কাছে ৭ উইকেটে হেরেছে তারা।

যদিও এ ম্যাচে বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। কিন্তু হার থেকে দলকে বাঁচাতে পারেননি অধিনায়ক।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৬ রান করে বাংলা টাইগার্স। সর্বোচ্চ ২২ রান এসেছে দাসুন শানাকা। এছাড়া সাকিব ১২ বল খেলে ১ চার ও ১ ছক্কায় ১৯ রান করেন সাকিব।

জবাব দিতে নেমে ৪ ওভার হাতে রেখেই সেই লক্ষ্য পাড়ি দেয় নিউইয়র্ক স্ট্রাইকার্স। সাকিব ১ ওভারে ১ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। ডেওয়াল্ড ব্রেভিস ও আসিফ আলী সাজঘরে ফেরান তিনি।

এদিকে পরের ম্যাচে আগামী ২৫ নভেম্বর দিল্লি বুলসের মুখোমুখি হবে বাংলা টাইগার্স।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।