ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তখন অবশ্য ছুটি নেওয়ার কারণ জানা যায়নি।

তবে আজ জানা গেল, পুত্র সন্তানের বাবা হয়েছেন 'দ্য ফিজ'।

সুসংবাদটি নিজেই সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ বাঁহাতি পেসার। নিজের ভিরফায়েড ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আমাদের ঘরে আশীর্বাদ হিসেবে আজ পুত্রসন্তান এসেছে। বাচ্চা ও মা দুজনই সুস্থ আছে। ওদের জন্য দোয়া করবেন। ’

জাতীয় দলের নিয়মিত সদস্য মোস্তাফিজ ২০১৫ সালে মামার মেয়ে সামিয়া পারভীনকে বিয়ে করেন। আজ তারা বাবা-মা হলেন। সন্তানের আগমন উপলক্ষে ক্যারিবীয় সফরের ওয়ানডে দল থেকে নিজের নাম সরিয়ে নেন মোস্তাফিজ। তাকে ছাড়াই পরে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।