সাধারণত খেলার আগের দিন সংবাদ সম্মেলনে এসে থাকেন অধিনায়ক। তাই সেখানে রোহিত শর্মার পরিবর্তে ভারতের হেড কোচ গৌতম গম্ভীরকে দেখে চমকে যান সাংবাদিকরা।
যদিও ব্রিসবেন টেস্টের আগের দিনও এমনটা হয়েছে। তবে সেদিন ঐচ্ছিক অনুশীলন থাকায় মাঠেই আসেননি রোহিত। আজ ঐচ্ছিক অনুশীলন থাকলেও মাঠেই ছিলেন তিনি। কিন্তু কথা বলেননি সংবাদ সম্মেলনে। তাই কাল থেকে শুরু হতে যাওয়া সিডনি টেস্টে তার খেলা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
ফর্মহীনতা নিয়ে এমনিতেই তোপের মুখে রোহিত। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে কেবল ৬.২ গড়ে ৩১ রান করেছেন তিনি। তাই দলে তার জায়গা থাকা নিয়ে উঠেছে প্রশ্ন।
তাই রোহিতে একাদশে থাকবেন কি না প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘রোহিত ঠিক আছে। উইকেট বিচার করে কাল একাদশ ঠিক করব আমরা। (সংবাদ সম্মেলনে না থাকা প্রসঙ্গে) হেড কোচ আছে, সেটাই যথেষ্ট। ’
দ্বিতীয়বার বাবা হওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলেননি রোহিত। দ্বিতীয় টেস্টে ফিরে ওপেনিং ছেড়ে ছয়ে ব্যাট করেন তিনি। মেলবোর্ন টেস্টে অবশ্য ওপেনই করতে দেখা যায় তাকে। কিন্তু ব্যাটে ছন্দ আনতে পারেননি।
পাঁচ ম্যাচ সিরিজে চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। যদিও সিডনি টেস্ট জিতে ভারতের সুযোগ আছে শিরোপা ধরে রাখার।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
এএইচএস