ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রান তুলতে চড়াও জয়াবর্ধনের ব্যাট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪
রান তুলতে চড়াও জয়াবর্ধনের ব্যাট

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই ওপেনার কুশাল পেরেরার উইকেট হারানোর পর পরিস্থিতি সামাল দিয়ে এখন রান তোলায় মনোযোগ দিচ্ছেন লংক‍ান ব্যাটসম্যানরা। বিশেষ করে রান তুলতে ইংলিশ বোলারদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করছে মাহেলা জয়াবর্ধনের ব্যাট।

সবগুলো বলই ঠিকভাবে ব্যাটে না গেলেও মাঝে-মধ্যে চার-ছয় আসছে জয়াবর্ধনের ব্যাটে।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত ওয়ান ডাউনে নামা এ ব্যাটসম্যানের সংগ্রহ ১৯ বলে ২৯ রান। ক্রিজের অপর প্রান্তে রয়েছেন তিলকারত্নে দিলশান। দলীয় সংগ্রহ ৬ ওভারে ৪২ রান

এর আগে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ২২তম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।

দু’দলই অপরিবর্তিত স্কোয়াড নিয়ে মাঠে নেমেছে।

এ ম্যাচে জয় পেলে সেমিফাইনালের পথে এগিয়ে যাবে লংকানরা।

এর আগে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৫ রানে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা।

অন্যদিকে, ইংল্যান্ডের এটি আসরের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তারা নিউজিল্যান্ডের সঙ্গে ডি/এল মেথডে ৯ রানে হেরে গিয়েছিল।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪

**পেরেরাকে ফেরালেন ‍ডার্নবাখ
**ব্যাটিংয়ে লংকানরা
**টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।