ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

প্রথম ওভারেই নেই ইংলিশদের দুই উইকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪
প্রথম ওভারেই নেই ইংলিশদের দুই উইকেট

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: ১৯০ রানের টার্গেটে ব্যাটিং করতে নামা ইংলিশ ব্যাটসম্যানদের শুরুতেই চেপে ধরেছেন লঙ্কান বোলারা। প্রথম ওভারের পঞ্চম বলেই ওপেনার মাইকেল লাম্বের স্ট্যাম্প উড়িয়ে দেন নুয়ান কুলাসেকারা।

তারপর ষষ্ঠ বলেই ওয়ান ডাউনে নামা মইন আলী ক্যাচ তুলে দেন স্লিপিংয়ে থাকা সেনানায়কের হাতে।

শূন্য রানে দুই উইকেট খোয়ানে ইংল্যান্ডের হয়ে বর্তমানে ক্রিজে রয়েছেন অ্যালেক্স হেল ও ইয়ন মরগান।

এর আগে, ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সমর্থ হয় শ্রীলঙ্কা।   মাহেলা জয়াবর্ধনের ৮৯ ও তিলকারত্নে দিলশানের ৫৫ ‍রানের সুবাদে ১৮৯ রান সংগ্রহ করে ইংলিশ ব্যাটসম্যানদের সামনে ১৯০ রানের টার্গেট বেঁধে দেয় তারা।

নির্ধারিত ২০ ওভার খেলে এ রান সংগ্রহ করতে লঙ্কানদের হারাতে হয়েছে ওপেনার কুশাল পেরেরা, জয়াবর্ধনে, দিলশান ও সাঙ্গাকারার উইকেট।

ইংলিশ বোলারদের পক্ষে দু’টি করে উইকেট নিয়েছে ক্রিস জর্ডান ও জেডে ডার্নবাখ।

এ ম্যাচে জয় পেলে সেমিফাইনালের পথে এগিয়ে যাবে লঙ্কানরা।

এর আগে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৫ রানে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা।

অন্যদিকে, ইংল্যান্ডের এটি আসরের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তারা নিউজিল্যান্ডের সঙ্গে ডি/এল মেথডে ৯ রানে হেরে গিয়েছিল।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪

** ইংলিশদের ১৯০ রানের টার্গেট দিল লঙ্কানরা
** সেঞ্চুরি বঞ্চিত মাহেলা, সাজঘরে দিলশানও
**ইংলিশ ফিল্ডারদের ক্যাচ মিসের উৎসব!
**জয়াবর্ধনের অর্ধশতকে শ’ পেরোলো শ্রীলঙ্কা
**জয়াবর্ধনে-দিলশানের ব্যাটে এগোচ্ছে লংকা
**রান তুলতে চড়াও জয়াবর্ধনের ব্যাট
**পেরেরাকে ফেরালেন ‍ডার্নবাখ
**ব্যাটিংয়ে লংকানরা
**টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।