মিরপুর স্টেডিয়াম থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টেনের তিনটির তিনটিতে জয় পেয়েছে ভারত। তিন ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।
শনিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আসেন অশ্বিন। শেষবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো বল করেছেন। তাই তাদের বিপক্ষে কি করতে হবে সেটা অবগত আছেন এমনটি বলেন অশ্বিন। ‘টিমের খুশির জন্যে সবকিছু করতে হবে। আমরা কঠিন পরিশ্রম করেছি। আমরা জানি কি করতে হবে। সকল ধরনের প্রস্তুতি আমাদের আছে। ’
এ আসরে কয়েকটি ম্যাচ জেতার পর দলের আত্মবিশ্বাস নিয়ে তিনি বলেন,‘কয়েকটি ম্যাচ জিতলে আত্মবিশ্বাস আসবে বিষয়টি স্বাভাবিক। ভালো খেললে ম্যাচ সেরা হওয়া যায়। আত্মবিশ্বাস বাড়ে। ব্যাটসম্যানদের ও বোলারদের আরো আত্মবিশ্বাস বাড়ানো জরুরী। ’
সেমি ফাইনাল নিশ্চিত হয়েছে তা ভেবে বসে থাকতে চান না তারা। অসি খেলোয়াড়দের প্রসংশা করে তিনি বলেন, ‘আমরা আমাদের যতটুকু দেয়া সম্ভব তাই দেয়ার চেষ্টা করবো। কোন কোয়লিফিকেশন নিয়ে থাকতে চাই না। এটা ভালো দিক যে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন খেলোয়াড় ভালো খেলছে। তারা পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভালো ক্রিকেট খেলেছে। ’
উইকেটের মধ্যে কোনো সমস্যা কাজ করে কিনা এমন প্রশ্নে তিনি বলেন,‘উইকেটে কম্বিনেশন করে খেলার চেষ্টা করি। উইকেট স্লো ছিলো। বলে বাউন্স রাখার চেষ্টা করি। সেক্ষেত্রে উইকেট পাওয়া সহজ হয়। আমি সবসময় কিছু ভিন্নতা রাখার চেষ্টা করি। আমি জানি না কখন ভালো করতে পারবো। সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করি। ’
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ২৯ মার্চ ২০১৪