ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাজঘরে কামরান-হাফিজ-উমর আকমল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪
সাজঘরে কামরান-হাফিজ-উমর আকমল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে: ওপেনার কামরান আকমলের পর এবার মোহাম্মদ হাফিজকে ফেরালেন ঘূর্ণি জাদুকর আব্দুর আজ্জাক। মুশফিকের স্ট্যাম্পিংয়ের শিকার হওয়ার আগে ১২ বলে ৮ রানের ইনিংস খেলেন হাফিজ।

রাজ্জাকেরর পর ওভার করতে এসে উমর আকমলকে তামিম ইকবালের ক্যাচে পরিণত করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ধারাবাহিক ফর্মে থাকা উমর অবশ্য এ ম্যাচে রানের খাতা খুলতে পারেননি।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১০ ওভারে কামরান-হাফিজ-উমর আকমলের উইকেট খুইয়ে ৭৫ রান। ক্রিজে রয়েছেন আহমেদ শেহজাদ ও শোয়েব মালিক। এর মধ্যে অবশ্য অর্ধশতক পূরণ করে ফেলেছেন শেহজাদ।

এর আগে, পঞ্চম ওভারে বল করতে এসে পাকিস্তানি ওপেনার কামরান আকমলকে জিয়াউর রহমানের দুর্দান্ত ক্যাচে পরিণত করে সাজঘরে পাঠান রাজ্জাক। ১২ বলে ৯ রানের ইনিংস খেলেন কামরান।

পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নামা টাইগারদের শুরুতেই অনিয়ন্ত্রিত বোলিং লক্ষ্য করা যায়।

নড়াইল এক্সপ্রেস মাশরাফি মর্তুজা ও আল আমিন হোসেনের করা প্রথম তিন ওভারেই ৩৪ রান আদায় করে নিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। সাকিবের করা চতুর্থ ওভারে যোগ করেছেন আরও ৮ রান।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকস্তানি অধিনায়ক মোহাম্মদ হাফিজ। দলের পক্ষে ওপেনিং করেন কামরান আমল ও আহমদ শেহজাদ।

টাইগারদের পক্ষে প্রথম ওভারের বল হাতে নেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি।

জয়ের লক্ষ্যে বাংলাদেশ দলের হয়ে খেলছেন-তামিম ইকবাল, এনামুল হক বিজয়, শামসুর রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, জিয়াউর রহমান, মাশরাফি বিন মর্তুজা, আবদুর রাজ্জাক ও আল আমিন হোসেন।

টাইগার দলে গত ম্যাচে খেলা সোহাগ গাজীর পরিবর্তে এ ম্যাচে খেলছেন আবদুর রাজ্জাক।

আর পাকিস্তান দলে রয়েছেন- কামরান আকমল, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), উমর আকমল, শোয়েব মালিক, শোয়েব মাকসুদ, শহীদ আফ্রিদি, সোহেল তানভীর, উমর গুল, জুলফিকার বাবর ও সাঈদ আজমল।

পাকিস্তান দলেও রয়েছে একটি পরিবর্তন। বিলাওয়াল ভাট্টির জায়গায় এ ম্যাচে খেলছেন সোহেল তানভীর।

সুপার টেনের দু’টি খেলায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৭৩ রানে এবং ভারতের সঙ্গে ৮ উইকেটে হেরে যাওয়ায় বাংলাদেশের সেমিফাইনালের আশা শেষ হয়ে যায়। তবে, ভারতের সঙ্গে ৭ উইকেটে হারলেও অস্ট্রেলিয়ার সঙ্গে ১৬ রানে জয় পায় পাকিস্তান।

সে হিসেবে টাইগারদের নিজেদের চেনানোর এ লড়াইয়ের সঙ্গে সেমিতে স্থান পাওয়ার লক্ষ্যে খেলছে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪

**-কামরানকে ফেরালেন রাজ্জাক
**বোলিংয়ে বাংলাদেশ
** টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
** নিজেদের খুঁজে পাওয়ার দিন টাইগারদের
**
বিকেলে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।