মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম থেকে: বাংলাদেশ দলের অন্যতম নির্ভর যোগ্য বোলার মাশরাফি বিন মুর্তজা। তিনি দলে থাকলে মানষিক ভাবে একটু জোড় পায় টাইগাররা।
প্রতি ওভারের ইকোনমি ছিলো ১৫.৭৫। ২৪ বলের মধ্যে আট ডট বলের পাশাপাশি চারটি ছয় ও সাতটি চার খেয়েছেন ম্যাশ। পাকিস্তানি ব্যাটসম্যানরা তার বলকে তুলোধুনো করেছে।
ক্যারিয়ারে ২৮ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন তিনি। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চার ওভারে সর্বনিম্ন ১৯ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে টি-টোয়েন্টিতে ২০০৭ সালে সর্বাধিক ৫৩ রান দিয়েছিলেন তাও আবার এই পাকিস্তানের বিপক্ষে।
পাকিস্তানের বিপক্ষে বরাবরই বোলিংয়ে সফল নন এ পেসার। পাকিস্তানের বিপক্ষে এ পর্যন্ত ছয় ম্যাচে বোলিং করেছেন মাশরাফি। যার মধ্যে মাত্র দুইটি উইকেট নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৪