ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধীরগতিতে এগুচ্ছে লংকানরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪
ধীরগতিতে এগুচ্ছে লংকানরা

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩০তম ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছেন।

লংকানদের হয়ে ব্যাটিং সূচনা করতে এসেছিলেন তিলকরত্মে দিলশান এবং কুশল পেরেরা।

দ্বিতীয় ওভারে দলীয় ২০ রানের মাথায় ট্রেন্ট বোল্টের বলে উইকেটের পিছনে ধরা দেন কুশল পেরেরা। আউট হওয়ার আগে ৮ বলে ১৬ রান করেন তিনি।

গত ম্যাচ বাদ দিয়ে আবারো ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়েছেন টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ রানের (২৯৬) মালিক দিলশান। দিল-স্কুপ মারতে গিয়ে ট্রেন্ট বোল্টের বলে উইকেটের পিছনে লুক রঞ্চির হাতে ধরা দেন দিলশান (৮ রান)। দলের এই বিপর্যয়ে আর ৬ রান যোগ হতেই বোল্টের তৃতীয় শিকার হন কুমার সাঙ্গাকারা (৪ রান)।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তিন উইকেটে ৮ ওভারে ৪৮ রান তুলেছে শ্রীলঙ্কা।

পাওয়ার প্লের ছয় ওভারে লংকানরা করেছিল তিন উইকেটে ৩৫ রান।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘন্টা, ৩১ মার্চ ২০১৪ আপডেট সময়: ২০১০ ঘন্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।