ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের টিকিট কেটে রাখতে চান সানা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪
ভারতের টিকিট কেটে রাখতে চান সানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: টানা তিন ম্যাচ হারের পর এবারের আসরের ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে প্রথম জয় পেল পাকিস্তানের মেয়েরা। সোমবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়ে এ গ্রুপের চার নম্বরে তারা।

এতে করে ২০১৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য তারা প্লে অফ খেলবে। বি গ্রুপের তিন নম্বর দলকে হারিয়ে তারা ভারতের টিকিট করে রাখতে চায়।

গত তিনটি আসরেই গ্রুপ পর্ব খেলেই সন্তুষ্ট থাকতে হয়েছিল পাকিস্তানকে। এবারও তাই। তবে আইরিশদের বিপক্ষে দলের অলরাউন্ডিং পারফরমেন্সে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেল অধিনায়ক সানা মীরকে।

মাত্র ১২০ রানের টার্গেট দিয়ে প্রতিপক্ষকে ১০৫ রানে গুটিয়ে দিতে বোলার ও ফিল্ডারদের কৃতিত্ব দিলেন সানা,‘আজ ফিল্ডিং ছিল দেখার মতো। এই ম্যাচের বোলিং ফিল্ডিংয়ে আমি খুশি। ’

বিসমাহ মারুফের দারুণ ইনিংসের প্রশংসা করে বলেন,‘ও আমাদের জন্য চমৎকার খেলোয়াড়। টি-টোয়েন্টিতে দারুণ খেলে ও। পাওয়ার প্লের সময় উইকেট পড়ে গিয়েছিল বেশ কয়েকটি। এর মধ্যে ও ম্যাচ ঘুরে দিয়েছিল। ’

আগের তিনটি ম্যাচই খেলা হয়েছিল ফ্ল্যাড লাইটের আলোয়। আর আইরিশদের সঙ্গে ম্যাচটি হয়েছিল দিনের বেলায়। এই বিষয়টিও জয়ের পেছনে অবদান রেখেছে জানালেন সানা,‘আগের ম্যাচগুলো হয়েছিল ফ্ল্যাডলাইটের আলোয়। শিশিরের একটা ব্যাপার ছিল। আর আমরা সেটাতে অভ্যস্ত নই। আজ উইকেটগুলো নিতেও সুবিধা হয়েছে আমাদের জন্য। ’

২০১৬ সালের বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে পরের ম্যাচটিকে গুরুত্ব দিচ্ছেন সানা,‘আমরা এই ম্যাচকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি। এই বাছাই ম্যাচে জিতলে আমরা পরের বিশ্বকাপের টিকিট পাব। সেটা আমাদের জন্যই ভালো হবে। ’

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ৩১ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।