সিলেট থেকে: মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির চলতি আসরে ব্যাট হাতে রান বন্যা বইয়ে দেওয়া নিউজিল্যান্ড গ্রুপ পর্বের শেষ ম্যাচে একেবারেই অচেনা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা ৮ উইকেটে করেছে ১১৪ রান।
প্রোটিয়া বোলার মারিজান্নে ক্যাপ সবচেয়ে বেশি তিন উইকেট নেন। ডেন ভ্যান নাইকার্ক জোড়া উইকেট তো পেয়েছেনই, রানও দিয়েছেন কম। তিন ওভারে ১২ রান দেন তিনি।
তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কিউই ব্যাটারদের মধ্যে শুধু জ্বলে উঠেছিলেন সোফি ডিভাইন। ৪৩ বলে পাঁচ চারে সাজানো তার ৪০ রানের সেরা ইনিংস।
অধিনায়ক সুজি বেটস দ্বিতীয় সেরা ১৬ রানে নাইকার্কের শিকার। দুই অঙ্কের ঘরে তাদের সঙ্গী রাচেল প্রিয়েস্ট (১৩) ও সারা ম্যাকগ্লাশান (১২)।
সেমিফাইনাল নিশ্চিত করতে হলে এই ম্যাচ জিততেই হবে নিউজিল্যান্ডকে। আর দক্ষিণ আফ্রিকা জিতে গেলে হিসাব নিকাশ হবে রান রেটের।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ৩১ মার্চ ২০১৪