মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে: দক্ষিণ আফ্রিকার বেঁধে দেওয়া জয়ের জন্য ১৭৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেছে ভারত। দলের পক্ষে ওপেনিংয়ে নেমেছেন রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানে।
এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৪ উইকেট খুইয়ে ১৭২ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা প্রোটিয়াদের ব্যাটিংয়ে ছন্দপতন লক্ষ্য করা যায়। প্রথম দিকে তাদের খানিকটা চাপেই রাখে ভারত। প্রথম ৫ ওভারে ৪৩ রান থাকলেও দুই উইকেট খোয়ানো দক্ষিণ আফ্রিকার ১০ ওভার শেষে রান দাঁড়ায় ৬৬। তবে ১১তম ওভারে খোলস ছেড়ে বেরিয়ে আসেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। ১২ ওভার ৩ বলেই দলীয় রান শতকে পৌঁছে যায় তাদের। পরপর ডু প্লেসিস ও এবিডি ভিলিয়ার্সের উইকেট খুইয়ে ফের চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ফাফ ডু-প্লেসিসের অর্ধশতক (৫৮), জেপি ডুমিনির ৪৫ ও ডেভিড মিলারের ২৩ রানের সুবাদে ১৭২ রানের লড়াকু স্কোর গড়তে সমর্থ হয় বড় আসরের চোকার খেতাবধারী দলটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের শিরোপা ঘরে নিতে শুক্রবার মুখোমুখি হয়েছে ফেবারিট ভারত ও শক্তিশালী দক্ষিণ আফ্রিকা।
সন্ধ্যা ৭টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে যারা জিতবে তারাই ৬ এপ্রিল শ্রীলঙ্কার সঙ্গে ফাইনাল খেলার টিকিট পেয়ে যাবে।
** ভারতকে ১৭৩ রানের টার্গেট দিল প্রোটিয়ারা
** প্রোটিয়া ব্যাটিংয়ে ছন্দপতন
** পাল্টা চড়াও প্রোটিয়ারা
** ভারতের নিয়ন্ত্রিত বোলিং
** অশ্বিনের ঘূর্ণিতে উড়লো আমলার স্ট্যাম্প
** প্রথম ওভারেই ডি কককে ফেরালেন ভুবনেশ্বর
** টসে জিতে ব্যাটিংয়ে প্রোটিয়ারা
** ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিফাইনাল সন্ধ্যায়
** ফাইনালে ভারত!
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৪