সিলেট থেকে: দক্ষিণ আফ্রিকার কাছে গ্রুপের শেষ ম্যাচ হেরে দুর্ভাগ্যের শিকার হয়েছিল নিউজিল্যান্ডের মেয়েরা। ওয়ার্ল্ড টি-টোয়েন্টির চার আসরে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলা হলো না তাদের।
শ্রীলঙ্কা: ১৩১/৭ (২০ ওভার)
নিউজিল্যান্ড: ১৩৫/৪ (১৯ ওভার)
ফল: নিউজিল্যান্ড জয়ী ছয় উইকেটে
সুজি ও রাচেল প্রিয়েস্টের ঝড়ে এক ওভার বাকি থাকতে লঙ্কানদের বিপক্ষে ছয় উইকেটের জয় পায় ব্ল্যাক ক্যাপরা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ইয়াসোধা মেন্ডিস ও চামারি আতাপাত্তুর ব্যাটে সাত উইকেটে ১৩১ রান করে। ওপেনার ইয়াসোধা দলীয় ৬৫ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হন। ৩৫ বলে ছয় চার ও দুই ছয়ে সাজানো তার ৪৫ রানের দ্বিতীয় সেরা ইনিংস।
ইনিংসে বড় সংগ্রহ আনতে এরপর লড়ে গেছেন আতাপাত্তু। শেষ ওভারের তৃতীয় বলে রান আউট হতে হয় তাকে। তিন নম্বরে ব্যাট করতে নামা এই ব্যাটারের ব্যাটে এসেছে ৪৪ বলে পাঁচটি বাউন্ডারিতে সেরা ৪৬ রান।
কিউই বোলার নিকোলা ব্রাউন সবচেয়ে বেশি দুটি উইকেট পান। একটি করে নেন সোফি ডিভাইন, ফ্রাঙ্কেস ম্যাককে, ফেলিসিটি লেইডন-ডেভিস ও সুজি।
লক্ষ্যে নেমে ওভারের পঞ্চম বলে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে অধিনায়কের ব্যাটে ভর করে জয়ের সহজ পথ দেখে তারা। দলীয় ৭৩ রানে সুজি ইনিংস সর্বোচ্চ ৪৫ রানে আউট হন। ৩১ বলে সাত চারে সাজানো তার ইনিংস।
পাঁচ নম্বরে নেমে রাচেল ঝড় তুলে জয়কে আরও তরান্বিত করেন। ৩২ বলে ছয় চারে ৪২ রানে অপরাজিত ছিলেন তিনি।
অপর প্রান্তে ৭ রানে খেলছিলেন ব্রাউন।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ২ এপ্রিল ২০১৪