বাংলাদেশের মাটিতে চলছে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ টি-টোয়েন্টির বিশ্বকাপ। কিন্তু মঙ্গলবার অস্ট্রেলিয়ার সঙ্গে হারের মধ্য দিয়েই শেষ হয়ে গেছে স্বাগতিক টাইগারদের বিশ্বকাপ মিশন।
কেউ বলছেন, প্রত্যাশার চাপ, কেউ বলছেন দলীয় পারফরম্যান্সের অভাবেই বাংলাদেশ দলের মুষড়ে পড়া। খোদ দলের ক্রিকেটাররা কীভাবে দেখছেন দলের পারফরম্যান্স?
বাংলানিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের ভাষ্যমতে, বাংলাদেশ দলের মূল লক্ষ্য ছিল সুপার টেনের খেলা। সেটা পূরণ হয়েছে। আর দর্শকরাই খেলার প্রাণ। দর্শকের উৎসাহই ব্যক্তি থেকে শুরু করে প্রতিটি দলকে আরও ভাল খেলায় উদ্বুদ্ব করে।
বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে তিনি বলেছেন, প্রত্যাশার চাপেই এমন নড়বড়ে পারফরম্যান্স কিনা তা বলা মুশকিল। তবে প্রত্যাশার চাপে এমনটি মনে হতেও পারে।
বাংলানিউজের স্পোর্টস করেসপন্ডেন্ট সোহানুজ্জামান খান নয়নের নেওয়া বিশেষ সাক্ষাৎকা্রটি পড়ুন রাত ১২টায়।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৪