ঢাকা: সেমিফাইনালের লড়াই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। শুক্রবার ফাইনালের লড়াইয়ে কাগজে কলমে ফেভারিট মহেন্দ্র সিং ধোনির দলই।
গ্রুপ দুইয়ের শীর্ষ দল হয়ে ভারত মাঠে নামবে। আর তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে খেলবে গ্রুপ একের রানার্সআপ।
২০০৭ সালের পর দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপার দৌড়ে পরিসংখ্যানে প্রোটিয়াদের বিপক্ষে বেশ এগিয়ে ভারত।
দুদেশের মধ্যে ইতোমধে সাতটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হয়েছে। ভারত জিতেছে পাঁচটি। এর আগে বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়ে ভারতীয়রা জয় পেয়েছে তিনবার। ২০১২ দক্ষিণ আফ্রিকাকে এক রানে হারিয়েছিল। এর আগে ২০০৭ সালে ৩৭ ও ২০১০ সালে ১৪ রানের সহজ জয় পায় ধোনি বাহিনী।
এই আসরেও জয়ের ব্যবধান লক্ষ করলে প্রোটিয়াদের চেয়ে বেশ এগিয়ে ভারত। পাকিস্তান, ওয়েষ্ট ইন্ডিজ, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেট, ৭ উইকেট, ৮ উইকেট ও ৭৩ রানে জিতেছে ধোনি-যুবরাজরা। আর সেমির পথে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ রানে হারের পর ফাফ ডু প্লেসিসের দল নিউজিল্যান্ডকে ২ রানে, নেদারল্যান্ডসে ৬ রানে ও ইংল্যান্ডকে ৩ রানে হারিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ৪ এপ্রিল ২০১৪