সিলেট থেকে: শারমিন আখতারের ব্যাটে টানা দ্বিতীয় ম্যাচে দলীয় শতক পেরুতে সফল হলো বাংলাদেশ। মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির নবম স্থান নির্ধারণী ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ১০৭ টার্গেট দিল সালমা খাতুনের দল।
টস জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সালমারা। প্রথম দুই ওভারে দুটি বাউন্ডারিতে বিনা উইকেটে ১২ রান করেছিল স্বাগতিকরা। কিন্তু পাওয়ার প্লে শেষে ২৫ রানে একটি উইকেট হারায় তারা।
আয়েশা রহমান ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ম্যাককার্থির শিকার হন। ১৯ বলে দুটি বাউন্ডারি মেরে ১২ রানে ম্যারি ওয়ালড্রনের গ্লাভসবন্দি হন। একইভাবে সালমা খাতুনও উইকেট হারান। একটি চারে ৭ রান করেন তিনি।
ওপেনার শারমিন ৪৬ বলে তিনটি চারে ৩৫ রানে ইসোবেল জয়েসের শিকার হন। গত ম্যাচের সেরা পারফরমার রুমানা আহমেদ তিনটি চার মেরে ১৭তম ওভারের দ্বিতীয় বলে লুসি ও’রেইলির কাছে বোল্ড হন। দুই বল বিরতি দিয়ে লতা মন্ডলও বোল্ড হন। শামিমা সুলতানা ও পান্না ঘোষ ব্যাটিং ক্রিজে থেকে দলকে তিন অঙ্কের ঘরে পৌঁছান।
ম্যাচে ১০টি বাউন্ডারি ছিল যার মধ্যে চারটিই এসেছে আইরিশদের মিসফিল্ডিংয়ে।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ৩ এপ্রিল ২০১৪