মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে: তুমুল শিলা-বৃষ্টিতে পূরণ হলোনা্ ওয়েস্ট ইন্ডিজের শিরোপা ধরে রাখার স্বপ্ন। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে প্রথম সেমিফাইনালে ২৭ রানের জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চলে গেল শ্রীলঙ্কা।
গত বিশ্বকাপের ফাইনালে এই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে রানার্সআপ হয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৩ ওভার ৫ বলের সময় বৃষ্টি নামলে সেখানেই খেলার সমাপ্তি। এ সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৮০/৪।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬০/৬ (কৌশল ২৬, দিলশান ৩৯, জয়াবর্ধনে ০, সাঙ্গাকারা ১, থিরিমান্নে ৪৪, ম্যাথিউস ৪০, প্রসন্ন ৬*; সানতোকি ২/৪৬, বদ্রি ১/২৩, রাসেল ১/৩৭)
ওয়েস্ট ইন্ডিজ: ১৩.৫ ওভারে ৮০/৪ (স্মিথ ১৭, গেইল ৩, সিমন্স ৪, স্যামুয়েলস ১৮*, ব্রাভো ৩০, স্যামি ০*; মালিঙ্গা ২/৫, প্রসন্ন ১/১৫, কুলাসেকারা ১/২২)
বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৪
**বৃষ্টিতে কপাল পুড়ছে উইন্ডিজের, জিতছে শ্রীলঙ্কা!
**লঙ্কা-উইন্ডিজ লড়াইয়ে বৃষ্টির হানা
**গেইল-স্মিথের পর সাজঘরে সিমন্স
** গেইল-স্মিথের স্ট্যাম্প ভাঙলেন মালিঙ্গা
** ১৬১ রানের টার্গেটে ঝড়ো শুরু ক্যারিবীয়দের
** ম্যাথুসের ব্যাটে লড়াকু স্কোর লঙ্কানদের
** লঙ্কান লোয়ার অর্ডারদের রান তোলার চেষ্টা
** চাপে লঙ্কানরা
** সাজঘরে কুশল-জয়াবর্ধনে
** ব্যাটিংয়ে শুভ সূচনা লঙ্কানদের
** টসে জিতে ব্যাটিং নিলেন মালিঙ্গা
** গ্যাংনামের ঘোড়া থামাবে কি সিংহরা?