মিরপুর থেকে: টুর্নামেন্ট চলাকালিন সময়ে কোন খেলোয়াড় অনুমতি ছাড়া মিডিয়ার সামনে সাক্ষাৎকার দেওয়া নিষেধ। যদি অনুমতি ব্যতিত কেউ সাক্ষাৎকার দেয় সেটা হবে বোর্ডের নিয়মের বাইরে।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরী সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার বিষয়ে কথা বলেন বিসিবি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
কোন প্রকার অনিয়ম সহ্য করবেন না বোর্ড সভাপতি। অনিয়ম হলে তার ব্যাখ্যা দিয়ে তাকে দল থেকে বাদ দিবেন। এমন কথা কিছু দিন আগে বলেছিলেন বোর্ড সভাপতি। সেদিনের দেয়া ওই সাক্ষাৎকার নিয়ে তিনি বলেন,‘যখন আমি বিষয়টি শুনলাম তখন আপনারা জানেন যে একটা চিঠি দিতে বলেছি। ব্যাখ্যা চেয়েছি, কেনো ম্যাচ চলাকালিন সময়ে সাক্ষাৎকার দেয়া হয়েছে? আমাদের বোর্ডের কিছু নিয়ম আছে ম্যাচ চলাকালিন সময় বোর্ডের অনুমতি ছাড়া বা কারো অনুপস্থিতি ছাড়া এ ধরনের কোন একক সাক্ষাৎকার দেয়ার যাবে না। সে ব্যাখ্যার শেষ দিন আজকে। আমরা অপেক্ষা করছি তার জবাবের জন্যে। তারপর আমরা সিদ্ধান্ত নিবো। ’
যদি সে সঠিক ভাবে জবাব দিতে না পারে তাহলে কি শাস্তি হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন,‘আসলে কি শাস্তি হতে পারে সেটা এখন বলা যাবে না। ডিসিপ্ল্যানিং কমিটি আছে । বোর্ডে বসে এটা সিদ্ধন্ত নিতে হবে। টিম ম্যানেজমেন্টের কাছে এ বিষয়ে মতামতটা জানতে চাওয়া হয়েছে। ’
ওরা অনুমতি নিয়ে সাক্ষাৎকার দিয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন,‘আমাদের জানা মতে বিসিবির নিয়মের বাইরে এটা হয়েছে। আমরা ওগুলো উল্লেখ করে একটা চিঠি দিয়েছি। আমি আইসিসি মিটিং থেকে আসার এক-দুই দিন পর বোর্ড মিটিং হবে। ’
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ৫ এপ্রিল ২০১৪