ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবারও মহানগরের ব্যাটিং বিপর্যয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৪
আবারও মহানগরের ব্যাটিং বিপর্যয়

চট্টগ্রাম: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মহানগর ও রাজশাহী বিভাগের মধ্যকার সপ্তম রাউন্ডের প্রথম দিন শেষ হয়েছে। টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতায় মহানগরের কেটেছে এদিন।

মেহরাব হোসেন জুনিয়রের দল মাত্র ১২৬ রানে গুটিয়ে গেলে রাজশাহী সাত উইকেটের বিনিময়ে ১৩ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে।

প্রথম দিন শেষে
ঢাকা মহানগর: প্রথম ইনিংস- ১২৬/১০
রাজশাহী বিভাগ: প্রথম ইনিংস- ১৩৯/৭ (৪৪ ওভার)

টস জিতে মহানগরকে ব্যাটিংয়ে পাঠিয়ে ধস নামান দেলোয়ার হোসেন। ডানহাতি এই পেসার মাত্র ১৩ ওভার বল করে ৪১ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট।

মাত্র ৫৪ রানের মধ্যে ছয় উইকেট খুঁইয়ে বসে মহানগর। ফরহাদ রেজাও জোড়া আঘাত হানেন বল হাতে। শেষ পর্যন্ত ২৮ রানের দ্বিতীয় সেরা জুটি আসে সপ্তম উইকেটে। ওই জুটিটি গড়ে মার্শাল আইয়ুব ও আবু বক্কর দুজনেই এক রানের ব্যবধানে সাজঘরে ফেরেন।

দলীয় ২৭তম ওভারে দুজনকেই আউট করেন দেলোয়ার। ব্যক্তিগত সেরা ৩০ রান করে মার্শাল। ৮৩ রানে আট উইকেট হারানো দলকে শতকের কোঠা পার করেন ইলিয়াস সানি ও মোহাম্মদ শহীদ। নবম উইকেটে ৪০ রান যোগ করেন তারা। ২০ রানে ইলিয়াস অপরাজিত ছিলেন। ২২ রানের দ্বিতীয় সেরা পারফরমেন্স করেন শহীদ।

দেলোয়ারকে সহায়তা করতে দুটি উইকেট নেন ফরহাদ। এছাড়া একটি করে পান মুক্তার আলী, ফরহাদ হোসেন ও সানজামুল ইসলাম।

জবাবে খেলতে নেমে একই ধসের মুখোমুখি হয় রাজশাহী। দলীয় ১৬ রান স্কোরবোর্ডে অনড় থাকতেই তিনটি উইকেট বিসর্জন দেয় তারা। শহীদ জোড়া আঘাত হানেন। তবে সাব্বির রহমানের ফিফটিতে দল বিপদসঙ্কেত এড়িয়ে যায়।

৬৪ রানে বক্করের বলে পেছনে আরমান হোসেনের গ্লাভসবন্দী হন সাব্বির। দিনের এক বল বাকি থাকতে আউট হন তিনি।

রাজশাহীর দ্বিতীয় সেরা ইনিংস আসে অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটে। ৬৩ বল খেলে চারটি চারে ২২ রান করেন তিনি।

সানজামুল ৫ রানে অপরাজিত ছিলেন। মাঠে নেমে এক বল খেলে রানের খাতা না খুলেই দিনের খেলা শেষ করেন মুক্তার।

শহীদ তিন উইকেট পান। দুটি নেন বক্কর।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ১৯ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।