ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ে যাচ্ছেন না ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মে ১৬, ২০১৪
জিম্বাবুয়ে যাচ্ছেন না ওয়ার্নার

মেলবোর্ন: মারকুটে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ালেন। সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে সময় কাটাতে ও ক্লান্তি দূর করতে এই সিদ্ধান্ত নিলেন অসি তারকা।



বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন ওয়ার্নার। এর আগে ইংল্যান্ডে অ্যাশেজ সফর, দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ ও বাংলাদেশে বিশ্বকাপ টি-টোয়েন্টিতে টানা খেলে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। আগস্টে হতে যাওয়া জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজে বিশ্রামের আবেদন মঞ্জুর করায় ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত ব্লগে ২৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান জানিয়েছেন, সেপ্টেম্বরে বাবা হতে যাচ্ছেন। এজন্য ক্যান্ডিস ফালজনের সঙ্গে কিছু সময় কাটাতে চান। ‘কিছুটা সময় পেলাম, তাই খুব ভালো লাগছে। ’, অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে সিরিজে থাকার আশাবাদও জানালেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ১৬ মে ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।