ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির কাছে মনোবল গুরুত্বপূর্ণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, মে ২৭, ২০১৪
মাশরাফির কাছে মনোবল গুরুত্বপূর্ণ ছবি: মাশরাফি বিন মুর্তজা

ঢাকা: ক্রিকেট শুধু শারীরিক লড়াই নয়, মানসিকভাবেও শক্ত হতে হয়। এমন দর্শনে বিশ্বাসী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মাশরাফি বিন মুর্তজা।

ক্রিকেটে উন্নতির জন্যে মানসিক শক্তি বা মনোবলকে গুরুত্ব দিচ্ছেন তিনি।

ক্যারিয়ারের বেশিরভাগ সময় চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে। অনিয়মিত হয়ে গেছেন মাঝেমধ্যে। তবে বাংলাদেশের ভারত সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করছেন ডানহাতি পেসার। মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফি বলেন,‘আসলে ক্রিকেটে সবকিছুই মানকিতার বিষয়। অনেকে বলে ফিটনেস, স্কিল অবশ্যই দরকার হয়। এগুলো না থাকলে শচীন ৩০ হাজার রান করতে পারত না। যত বড় বোলার কিংবা ব্যাটসম্যান আছে তারা ৭০ ভাগ খেলে ফেলে মানসিক শক্তি দিয়ে। যার মানসিকতা যত বেশি শক্তিশালী সে তত ভাল পারফর্ম করতে পারে। ’

সাকিব আল হাসানের উদাহরণ দিয়ে তিনি বলেন,‘আমাদের সাকিবের মানসিক শক্তি বেশি থাকার কারণে পৃথিবীর সব দেশে পারফর্ম করে যাচ্ছে। আমাদের এই জায়গাটাতে উন্নতি বাকি আছে। পেস বোলিং আর স্পিন বোলিং বলেন অনেকে বলে আমাদের স্ট্রেন্থ নেই। কিন্তু আমার তা মনে হয় না। আমার ম্যাচের শুরুতে এবং শেষে হেরে যাই। এই দুটি জায়গায় কিন্তু পেস বোলারদের নিয়ন্ত্রণ করতে হয়। পেস বোলারদের কাজটা অনেক কঠিন। বিশেষ করে নতুন নিয়মে ফিল্ড সেটআপটা হয়েছে সেখানে বোলারদেরতো কিছু করার থাকে না। ’

কোচদের কাজগুলোকে গুরুত্ব সহকারে নেওয়াকে জরুরি মানছেন তিনি। নড়াইল এক্সপ্রেস আরো বলেন,‘কোচ যে চ্যালেঞ্জ দিবে মানসিক ভাবে সেটা মেনে নিতে হবে, চেষ্টা থাকবে চ্যালেঞ্জের চেয়ে বেশি করার। তাহলে হয়তো কোচ যে চ্যালেঞ্জ দেবে সেটা অর্জন করা সম্ভব হবে। সুযোগ যেহেতু পেয়েছি স্যারের কাছে আমার সমস্যাগুলো মানিয়ে কাজ করব ইনশাল্লাহ। ’

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ২৭ মে ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।