ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিং বিপর্যয়ে স্কটল্যান্ড

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
ব্যাটিং বিপর্যয়ে স্কটল্যান্ড ছবি: সংগৃহীত

ঢাকা: দশম ওভারের চর্তুথ ও এগারোতম ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের দুই ব্যাটসম্যান। আর তাতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্কটল্যান্ড।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্কটল্যান্ডের সংগ্রহ ১৩ ওভারে তিন উইকেটে ৪৮ রান।

বিশ্বকাপের এগারোতম আসরের ১৭তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে স্কটল্যান্ড।

দ্বিতীয় ওভারে সর্তীথ ম্যাকলউড ব্যাক ওয়ার্ডে ক্যাচ দিয়ে ফিরে গেলেও দুর্বল বলগুলো বাউন্ডারি পার করে দলীয় স্কোর সচল রেখেছিলেন ওপেনিংয়ে নামা স্কটিশ ব্যাটসম্যান কোয়েটজার।

তবে অন্যপ্রান্তে নামা তৃতীয় ব্যাটসম্যান গার্ডিনার এলবিডব্লিউ ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। দুই বল পরেই তার পথ ধরেন দলের রানের চাকা সচল রাখা কোয়েটজার।

দৌলত জাদরানের ইনসুইং বল অফস্টাম উপড়ে নিলে ব্যক্তিগত ২৫ রানে সাজঘরে ফেরেন কোয়েটজার। ৫ বাউন্ডারিতে এ রান করেন তিনি। ক্রিজে আছেন ম্যাট মাচান ও প্রেস্টন মমসেন।

পাওয়ার প্লেতে ১০ ওভার শেষে স্কটল্যান্ডের সংগ্রহ ছিল এক উইকেটে ৩৮।

এর আগে টস জিতে স্কটিশদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক আফসার জাজাই। আর ইনিংসের শুরুতেই স্কটিশ ওপেনার ম্যাকলউডকে বিনা রানে সাজঘরে ফিরিয়ে অধিনায়কের সিদ্ধান্তের সঠিক জবাব দেন জাদরান। অবশ্য এরপর ১০ ওভারে উইকেটের আর কোনো সুযোগ পায়নি আফগানরা।

আফগানিস্তান একাদশ: আফসার জাজাই, জাভেদ আহমেদি, নওরোজ মঙ্গল, আসগর স্ত্যানিকযায়, সামিউল্লাহ শেনওয়ারি, গুলবাদিন নবী, নাজিবুল্লাহ জাদরান, দৌলত জাদরান, হামিদ হাসান, শাপুর জাদরান ও মোহাম্মদ নবী।

স্কটল্যান্ড একাদশ: ক্যালম ম্যাকলউড, কোয়েটজার, এইচজেডব্লিউ গার্ডিনার, ম্যাট মাচান, প্রেস্টন মমসেন, রিচি বেরিংটন, ম্যাথু ক্রস, জোস ডেভি, আরএম হক, অ্যালসডায়ার ইভান ও ইয়ান ওয়ার্ডল।

বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

** শুরুতেই স্কটিশ শিবিরে আফগানদের আঘাত
** ব্যাটিংয়ে দুই স্কটিশ ওপেনার
** টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।