ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২০১ রানের বিশাল জয় পেল প্রোটিয়ারা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
২০১ রানের বিশাল জয় পেল প্রোটিয়ারা সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার করা ৪১১ রানের জবাবে ব্যাট করতে নেমে ২১০ রানেই শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস। ফলে, ২০১ রানের সহজ ও প্রত্যাশিত জয় তুলে নিল প্রোটিয়ারা।



৪১২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড। রানের বোঝা মাথায় নিয়ে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। দ. আফ্রিকার ছুঁড়ে দেওয়া ৪১২ রানের বিশাল টার্গেটে ব্যাট হাতে নামেন আইরিশ ওপেনার পল স্টারলিং এবং উইলিয়াম পোর্টারফিল্ড।

ওয়ানডে ক্যারিয়ারের নিজের শততম ম্যাচে দ. আফ্রিকার পেস বোলার ডেল স্টেইনের করা তৃতীয় ওভারের পঞ্চম বলে উইকেটের পিছনে ডি ককের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন স্টারলিং।

পরে এড জয়েসকেও ফেরান স্টেইন। আর অন্য ওপেনার উলিয়াম পোর্টারিফিল্ডের উইকেটটি নেন অ্যাবোট। এছাড়া অ্যাবোটের আঘাতে সাজঘরে ফেরেন নেইল ও’ব্রাইন এবং উইলসন।

দলীয় ৪৮ রানের মাথায় আইরিশদের টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। তবে, সেখান থেকে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন কেভিন ও’ব্রাইন এবং অ্যান্ডি বালবিরনি। তারা দুজন মিলে গড়েন ৮১ রানের পার্টনারশিপ।

ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ রান করে আইরিশদের ষষ্ঠ উইকেট হিসেবে সাজঘরে ফেরেন অ্যান্ডি বালবিরনি। ৭১ বলে ৭টি চারের সাহায্যে ৫৮ রান করে মরনে মরকেলের বলে আউট হন বালবিরনি। ডিপ মিড-উইকেটে রাইলি রুশোর হাতে ধরা পড়েন তিনি। আর ৪৮ রান করা কেভিন ও’ব্রাইন ৩৬তম ওভারে অ্যাবোটের বলে রুশোর হাতে ধরা পড়েন। এছাড়া সরেনসেন করেন ২২ রান এবং ডকরেল করেন ২৫ রান।

আয়ারল্যান্ড প্রথম দশ ওভার থেকে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪৭ রান। আর ২০ ওভার শেষে তাদের রান দাঁড়ায় ৫ উইকেটে ৮৭ রান। ৩০ ওভার শেষে স্কোর দাঁড়ায় ১৫০/৬। আর ৪০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় ১৮৪ রান।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে দ. আফ্রিকা ৪ উইকেট হারিয়ে তুলে ৪১১ রান।

প্রোটিয়াদের হয়ে ব্যাটিংয়ে নেমে শতক তুলে নেন ওপেনার হাশিম আমলা এবং তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ফাফ ডু প্লেসিস। এছাড়া রাইলি রুশো করেন অপরাজিত ৬১ রান (৩০ বলে) এবং ডেভিড মিলার করেন অপরাজিত ৪৬ রান (২৩ বলে)।

ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতক হাঁকান ডু প্লেসিস। ৩৯তম ওভারের চতুর্থ বলে কেভিন ও’ব্রাইনের বলে বোল্ড হয়ে বিদায় নেন ডু প্লেসিস। আউট হওয়ার আগে তিনি ১০৯ বলে ১০টি চার আর একটি ছয়ে করেন ১০৯ রান।

আমলা এবং ডু প্লেসিস বিশ্বকাপে দ. আফ্রিকার হয়ে দ্বিতীয় উইকেট জুটিতে রেকর্ড ২৪৭ রানের পার্টনারশিপ গড়েন।

প্রোটিয়া ওপেনার হাশিম আমলা ব্যক্তিগত ১০ রানের মাথায় এড জয়েসের হাতে ক্যাচ তুলে দিয়েও জীবন পান। আর সে সুযোগকে কাজে লাগিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ২০তম শতক তুলে নেন এ ডানহাতি ব্যাটসম্যান। তবে, শেষ পর্যন্ত এড জয়েসের হাতেই ধরা পড়েন আমলা। ১২৮ বলে ১৫৯ রান করে বিদায় নেন এ ডানহাতি ব্যাটসম্যান। ম্যাকব্রাইনের বলে আউট হওয়ার আগে তিনি ১৬টি চারের পাশাপাশি ৪টি ছক্কাও হাঁকান।

৩০১ রানের মাথায় ডি ভিলিয়ার্স বিদায় নিলে ব্যাটিং ক্রিজে রাইলি রুশো এবং ডেভিড মিলার জুটি বাঁধেন। দ্রুতই রান তোলার চেষ্টা করে যান এ দুই ব্যাটসম্যান। মাত্র ৫১ বলে ১১০ রানের জুটি গড়েন তারা।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ০৩ মার্চ ২০১৫

** জয়ের কাছে প্রোটিয়ারা
** ক্যারিয়ার সেরা রান করে বালবির্নির বিদায়
** আইরিশদের এগিয়ে নিচ্ছেন কেভিন-বালবির্নি
** স্টেইন আর অ্যাবোটে বিপর্যস্ত আইরিশ শিবির
** অ্যাবোট আঘাতে আইরিশদের পঞ্চম উইকেটের পতন
** ডেল স্টেইনের জোড়া আঘাতে চাপে আয়ারল্যান্ড
** রানের বোঝা মাথায় নিয়ে ব্যাটিংয়ে আইরিশরা
** রানের পাহাড় গড়লো দ. আফ্রিকা
** দ্রুত রান তোলার চেষ্টা প্রোটিয়াদের
** ফিরলেন আমলা, ভিলিয়ার্স
** ডু প্লেসিস ফিরলেও রয়েছেন আমলা-ভিলিয়ার্স
** বড় সংগ্রহের দিকে দ. আফ্রিকা
** আমলা-প্লেসিসের শতক
** আমলার ২৯, ডু প্লেসিসের ১৫, শতরানের জুটি
** আইরিশদের হিসেবি বোলিংয়ের নিয়ন্ত্রিত প্রোটিয়ারা
** শুরুতেই উইকেট খোয়ালো প্রোটিয়ারা
** ব্যাটিংয়ে নেমেছেন আমলা-ডি কক
** টস জিতে ব্যাটিংয়ে প্রোটিয়ারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।