ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মেলবোর্নের ফাইনালে দায়িত্বে থাকবেন যারা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
মেলবোর্নের ফাইনালে দায়িত্বে থাকবেন যারা

ঢাকা: এবারের বিশ্বকাপে আম্পায়ারদের নিয়ে আলোচনা যেমন হয়েছে, তেমনি সমালোচনাও কম হয়নি। চলতি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দায়িত্বে কে থাকছেন এ নিয়েও কম কথা চালাচালি হয়নি।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি শুক্রবার ঘোষণা দিয়েছে ফাইনাল ম্যাচের ম্যাচ অফিসিয়ালদের নাম।

মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। দুটি দেশই এবারের বিশ্বকাপের আয়োজক দেশ। ফেভারিট হিসেবেই বিশ্বমঞ্চের মিশন শুরু করে দল দুটি। ৪ জন ম্যাচ অফিসিয়াল এ ম্যাচের দায়িত্ব পালন করবেন। আর রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকবেন একজন।

শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনা এবং ইংল্যান্ডের রিচার্ড ক্যাটেলবার্গ থাকবেন মাঠের দায়িত্বে। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন দ. আফ্রিকার মারাইস এরাসমুস। আর ম্যাচ রেফারি হিসেবে থাকবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।

ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল ম্যাচের বিতর্কিত আম্পায়ার পাকিস্তানের আলিম দার এ ম্যাচেও নেই। তবে, রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকছেন আরেক বিতর্কিত আম্পায়ার ইংল্যান্ডের ইয়ান গোল্ড।

উল্লেখ্য, ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের ম্যাচ অফিসিয়ালরাই ফাইনালের দায়িত্ব পেয়েছেন। শুধুমাত্র রিজার্ভ ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওর্থের জায়গায় এসেছেন ইয়ান গোল্ড।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ২৭ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।