ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠ পার্থক্য গড়ে দেবে: হেইডেন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
মাঠ পার্থক্য গড়ে দেবে: হেইডেন

ঢাকা: অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেন মেলবোর্নের ফাইনালে এগিয়ে রাখছেন নিজ দেশকে। তার মতে, অস্ট্রেলিয়া নিজেদের মাঠে যেমন সুবিধা পাবে, তেমনি নিউজিল্যান্ড এ মাঠে নিজেদের হারিয়ে ফেলবে।



অস্ট্রেলীয় এ ক্রিকেটার মনে করেন, মেলবোর্নের মাঠ নিউজিল্যান্ডের খেলায় প্রভাব ফেলবে। এর কারণ হিসেবে তিনি বলেন, নিউজিল্যান্ড এবারের বিশ্বমঞ্চে খেলেছে ছোট ছোট মাঠে। নিজেদের মাটিতে খেলায় কিউইরা বেশ সুবিধা পেয়েছে। তবে, মেলবোর্নে এমন সুবিধা থেকে নিউজিল্যান্ড বঞ্চিত হবে।

হেইডেন আরও যোগ করেন, নিউজিল্যান্ড নিজেদের যোগ্যতার প্রমান দিয়ে সেমিফাইনালে দ. আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছে। তবে প্রথম সেমিফাইনালে দেখেছি শেষ দিকে কিউই ব্যাটসম্যানরা বড় শট নিতে গিয়ে বারবার মাঠেই বল তুলে মারছিল। তিন-চারটি ক্যাচও তারা তুলে দিয়েছে প্রোটিয়াদের হাতে।

তবে, ফাইনালে আরও বেশি সমস্যার মুখোমুখি হতে হবে নিউজিল্যান্ডকে এমনটা জানান হেইডেন। তিনি বলেন, কিউইরা ছোট মাঠে বাউন্ডারি সীমানা থেকে বল থ্রো করে  এক সুযোগেই উইকেটে পাঠিয়েছে। কিন্তু মেলবোর্নের মাঠ তুলনামূলক ভাবে বড় হওয়ায় তাদের সমস্যায় পড়তে হবে।

উল্লেখ্য, এগারোতম বিশ্বকাপের সহ-আয়োজক দেশ নিউজিল্যান্ড তাদের গ্রুপ পর্বের সব ম্যাচসহ, কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল ম্যাচগুলো খেলেছে নিজেদের মাটিতে। আর নিউজিল্যান্ডের মাঠগুলো অস্ট্রেলিয়ার মাঠের তুলনায় ছোট। চলতি আসরে এবারই প্রথম তাদের বিশ্বকাপের আরেক আয়োজক দেশ অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে হবে। সেটিও আবার শিরোপা নির্ধারণী ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২৭ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।