ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অকল্যান্ডই টার্নিং পয়েন্ট: ক্লার্ক

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
অকল্যান্ডই টার্নিং পয়েন্ট: ক্লার্ক মাইকেল ক্লার্ক

ঢাকা: অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে হারলেও ঐ ম্যাচটিকেই প্রেরণা হিসেবে নিচ্ছেন মাইকেল ক্লার্ক। তিনি জানান, অকল্যান্ড অস্ট্রেলিয়ার জন্য টার্নিং পয়েন্ট হিসেবে ক‍াজ করবে।



গ্রুপ পর্বের ম্যাচটিতে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে এক উইকেটে পরাজিত হয় অজিরা। লো স্কোরিং ম্যাচ হলেও উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বীতার কমতি ছিল না। ১৫২ রানের টার্গেটে নেমে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে কোনো মতে জয় পায় কিউইরা। স্টার্ক একাই নেন ছয় উইকেট।

ক্লার্ক বলেন, ‘এই টুর্নামেন্টে আমাদেরকে হারাতে পেরে নিউজিল্যান্ড দল আত্মবিশ্বাসী থাকবে। কিন্তু, ঐ ম্যাচটিই আমাদের ভালো খেলতে উৎসাহ জোগাবে। ফাইনালের জন্য আমরা প্রস্তুত। রোববারের ম্যাচে দলের প্রত্যেকেই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে। ’

অজি অধিনায়ক আরও বলেন, ‘আমাদের হাতে খুব বেশি সময় নেই। শনিবার দলের সবাই অনুশীলন করবে। মেলবোর্নের ফাইনালের জন্য সবাই মানসিকভাবে প্রস্তুত। বিশ্বকাপ জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। ’

উল্লেখ্য, ২৯ মার্চ (রোববার) বিশ্বকাপের দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘন্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।