ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যর্থ মিশন শেষে দেশে ফিরল ভারত

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
ব্যর্থ মিশন শেষে দেশে ফিরল ভারত ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে নাকানি-চুবানি খেয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত এগারোতম বিশ্বমঞ্চের আসর থেকে বিদায় নেয়।



বিশ্বকাপের একাদশে থাকা দলের সদস্যরা সবাই একসাথে দেশে ফেরেনি বলে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং রিবাট কোহলি দিল্লী বিমানবন্দরে নামেন। এ সময় কোহলির সাথে তার প্রেমিকা আনুশকা শর্মাও ছিলেন।

দলের ডিরেক্টর রবি শাস্ত্রীর সঙ্গে আরও পাঁচ ক্রিকেটার দেশে ফিরেছেন। তারা মুম্বাই বিমানবন্দরে নামেন। রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, আসকার প্যাটেলরাও মুম্বাই বিমানবন্দরে নেমেছেন বলে জানায় সূত্রটি।

বাকিরা আজ রাতেই দেশে ফিরবেন বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।