ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্লার্ক না ম্যাককালাম; শেষ হাসি কে হাসবে?

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
ক্লার্ক না ম্যাককালাম; শেষ হাসি কে হাসবে?

ঢাকা: মাইকেল ক্লার্কের হাতে অস্ট্রেলীয়দের পঞ্চম শিরোপা নাকি ব্রেন্ডন ম্যাককাকাল‍াম প্রথম কিউই অধিনায়ক হিসেবে চুমু খাবেন বিশ্বকাপ শিরোপায়? কোন দলের হাতে উঠতে যাচ্ছে ১১তম বিশ্বকাপের শিরোপা তা নিয়ে কথার ঝড় শুরু হয়েছে।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড; কে ফেবারিট কেই-বা আন্ডারডগ? ক্রিকেট বিশ্লেষকরাও কাগজে-কলমে হিস‍াবে মেলাতে হিমশিম খাচ্ছেন! তাসমান সাগর পাড়ের কোন দেশে উঠবে যাবে ক্রিকেট শাসকের মুকুট?
 
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নাকি প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা নিউজিল্যান্ডের ঘরে? প্রশ্নের উত্তর মিলবে রোববার (২৯ মার্চ)।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ২০১৫ বিশ্বকাপের সমাপনী অর্থাৎ ফাইনাল ম্যাচ।

যে দলই এমসিজিতে বিশ্বকাপ শিরোপা উচিয়ে ধরুক- হবে ইতিহাস। অস্ট্রেলিয়া জিতলে অনন্য এক উচ্চতায় পৌঁছাবে তারা। পাঁচবার বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি স্থাপন করবে অজিরা। আর নিউজিল্যান্ড জয়লাভ করলে নতুন কোনো বিশ্ব চ্যাম্পিয়নকে পাবে ক্রিকেট বিশ্ব।

ছয় বার বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর দুর্দান্ত ক্রিকেট খেলে এবার ফাইনাল অবধি এসেছে কিউইরা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো ডিপার্টমেন্টেই এক চুল পরিমাণ এগিয়ে রাখা যাচ্ছে না কোনো দলকে। তবে ফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়ার মাটিতে হওয়ায় কিছুটা এগিয়ে স্বাগতিকরা। এমসিজিতে শেষ ছয় ম্যাচে অপরাজিত অস্ট্রেলিয়া দল।

বিশ্বকাপের একাদশতম স্বাগতিক দুই দেশ যেমন লড়বে শিরোপার জন্য, একই সঙ্গে দুদলের ক্রিকেটারদের মধ্যেও চলছে ব্যক্তি সেরা হওয়ার লড়াই। ট্রেন্ট বোল্ট ও মিচেল স্টার্ক রয়েছেন বিশ্বকাপে সেরা বোলার হওয়ার অপেক্ষায়। এই দুই বাঁহাতি পেসার বিশ্বকাপের একাদশতম বল হাতে আগুন ঝড়িয়ে সবচেয়ে সফল বোলার।
 
কিউই পেসার ট্রেন্ট বোল্ট ফাইনাল ম্যাচের আগ পর্যন্ত ৮ ম্যাচে ১৫.৭৬ গড়ে ২১ উইকেট দখল করেছেন। বিশ্বকাপ আসরে বোল্টের নেয়া ২১ উইকেটের মধ্যে ১৫টি উইকেটই নিয়েছেন প্রতিপক্ষের টপঅর্ডার ব্যাটসম্যানদের। বিশ্বকাপ জয়ের মহারণে বোল্ট জ্বলে উঠলে পঞ্চমবার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হতে পারে অসিদের।

ব্ল্যাকক্যাপসদের যেমন বোল্ট অন্যতম শক্তির নাম। অজি দলে তেমনি আছেন মিচেল স্টার্ক। বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ১০.২০ গড়ে ২০ উইকেট নিয়েছেন এই দীর্ঘদেহী পেসার। তার সেরা বোলিং আবার নিউজিল্যান্ডের বিপক্ষেই। অকল্যান্ডে বিশ্বকাপের গ্রুপ পর্বে লো-স্কোরিং ম্যাচে ২৮ রানে ৬ উইকেট নিয়ে নিজের ভয়ংকর রূপ দেখিয়েছেন স্টার্ক।
 
শুধু বোল্ট আর স্টার্কের মাঝেই নয় প্রতিযোগিতা রয়েছে দুই দলের প্রতিটা খেলোয়াড়ের মাঝে। সেই সঙ্গে দুই দলের অধিনায়কের মাঝেও। বিজয়ের মঞ্চে কাল কে আসীন হবেন কিউই দলপতি ব্রেন্ডন ম্যাককালাম নাকি অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক? সময়ের হাতে তোলা থাক সেই প্রশ্ন। অপেক্ষা তো আর বেশি সময়ের নয়!

অপরিবর্তিত একাদশ নিয়েই রোববার মেলবোর্নে ফাইনাল খেলতে নামছে দু’দল। সেমিফাইনালের একাদশই বহাল রাখছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:
ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেইলর, গ্র্যান্ট এলিয়ট, কোরি এন্ডারসন, লুক রঞ্চি (উইকেটরক্ষক), ড্যানিয়েল ভেট্টরি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:
অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হাডিন (উইকেটরক্ষক), জেমস ফকনার, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও জস হেইজলউড।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।