ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভেট্টোরির পর অবসরে মিলস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
ভেট্টোরির পর অবসরে মিলস কাইল মিলস

ঢাকা: ড্যানিয়েল ভেট্টোরির পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের পেস বোলার কাইল মিলস। কিউইদের বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও একটি ম্যাচেও খেলতে পারেননি ৩৬ বছর বয়সী এই ডানহাতি বোলার।



মিলস বলেন, ‘নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারাটা আমার জন্য বিরাট সম্মানের। ক্রিকেট ক্যারিয়ারকে সত্যিই খুব মিস করবো। যেসব কোচের অধীনে থেকেছি তাদের সবার কাছেই আমি কৃতজ্ঞ। সবাই আমাকে ভালো ক্রিকেটার হয়ে উঠতে সহায়তা করেন। কিউই ক্রিকেটের জন্য শুভকামনা রইল। ’

নিউজিল্যান্ডের কোচ মাইক হ্যাসন বলেন, ‘একদিনের ক্রিকেটে মিলস সেরা বোলারদের মধ্যে অন্যতম ছিল। ওডিআই বোলিং ৠাকিংয়ে ধারাবাহিকভাবে শীর্ষ দশে থাকাটাই এটি প্রমাণ করে। দেশের হয়ে সে নিজের সেরাটাই দিয়েছে। আমি তার দীর্ঘায়ু কামনা করছি। ’

উল্লেখ্য, ব্ল্যাক ক্যাপসদের হয়ে ১৯টি টেস্ট, ১৭০টি ওডিআই ও ৪২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন মিলস। টেস্টে ৪৪টি উইকেট নেওয়ার পাশাপাশি একদিনের ক্রিকেটে ৪.৭২ ইকোনমি রেটে ২৪০টি উইকেট দখল করেছেন অকল্যান্ডে জন্ম নেওয়া এ বোলার। আর টি-টোয়েন্টি ফরমেটে নিয়েছেন ৪৩টি উইকেট।

শারজায় ২০০১ সালের এপ্রিলে কিউইদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে মিলসের। এ বছরের জানুয়ারিতে কাকতালীয়ভাবে পাকিস্তানের বিপক্ষেই ক্যারিয়ারের শেষ ওডিআই ম্যাচ খেলেন। ওয়েলিংটনে ক্যারিয়ারের শেষ ম্যাচটিতে দুই উইকেট লাভ করেন এ অভিজ্ঞ বোলার।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘন্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।