ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসি থেকে পদত্যাগ মুস্তফা কামালের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
আইসিসি থেকে পদত্যাগ মুস্তফা কামালের ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাহজালাল বিমানবন্দর থেকে: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়িয়েছেন আ হ ম মুস্তফা কামাল। বুধবার দুপুরে অস্ট্রেলিয়া থেকে ঢাকা ফিরে এই পদত্যাগের ঘোষণা করেন তিনি।



নয় মাস পদটিতে থেকে আজ তার অবসান ঘোষণা করছি, বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে বলেন মুস্তফা কামাল।

তিনি বলেন, এখন থেকে আমি যে বক্তব্য দেবো তা হবে আইসিসি’র সাবেক সভাপতির বক্তব্য।

মুস্তফা কামাল বলেন, আমি যা বলেছি তা ষোল কোটি মানুষের বক্তব্য। আমি তা প্রত্যাহার করবো না, আমি পদত্যাগ করবো।

তিনি আরও বলেন, আইসিসি এবারের বিশ্বকাপের ফাইনালে যে আচরণ করেছে তা সংগঠনের সংবিধানের পরিপন্থি। আমি সংবিধান বিরোধী কোনও সংস্থার সঙ্গে থাকতে পারি না।

মুস্তফা কামাল বলেন, আইসিসি’র ভেতরে কি হয় তা বিশ্ববাসীকে জানাতেই এই পদত্যাগ।

বাংলাদেশ সময় ১২৫২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

** কামালের পদত্যাগকে স্বাগত জানালেন শাহরিয়ার
** ক্রিকেটকে কলুষিত করা হয়েছে
** আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে
** দেশে ফিরলেন আইসিসি সভাপতি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।