ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘ওনার নাম উচ্চারণ করতে ঘৃণা হয়’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
‘ওনার নাম উচ্চারণ করতে ঘৃণা হয়’ ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: এন শ্রীনিবাসনকে উদ্দেশ্য তীব্র ক্ষোভ প্রকাশ করে সদ্য পদত্যাগ করা আইসিসি’র সভাপতি আ হ ম মোস্তফা কামাল বলেন, ক্রিকেট খেলার নির্দিষ্ট একটি সংবিধান আছে। কিন্তু তিনি (এন শ্রীনিবাসন) কোনো নিয়মের তোয়াক্কা না করে সংবিধানের ৩.৩ (বি) ধারা লঙ্ঘন করে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেয়।



শ্রীনিবাসনের সমস্ত শরীর কলুষিত। তার সর্ব শরীরে দূর্গন্ধ, তিনি যখন কথা বলেন তখন তার মুখ থেকে বিশ্রি গন্ধ বের হয়। এমন একটি মানুষের নাম উচ্চারণ করতে আমার ঘৃণা হয়। ভারতের মানুষও তাকে ভালো চোখে দেখে না। তার কুকীর্তির বিচারও হচ্ছে দেশটিতে। এমন একটি কলঙ্কময় ব্যক্তি কিভাবে আইসিসি’তে আছে আমার বোধগম্য নয়।

তিনি আরও যোগ করেন, শ্রীনিবাসন ক্রিকেটকে কলঙ্কিত করেছেন। আমি তাকে বলেছিলাম ক্রিকেটকে কলঙ্কিত করবেন না, তিনি আমার কথার তোয়াক্কা করেননি। তিনি কোনো আইন মানেন না। এমন একটি ব্যক্তির সঙ্গে কোনো আলোচনা হয় না। এমনকি উঠাবসা করাও সম্ভব নয়।

শ্রীনিবাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে মোস্তফা কামাল বলেন, তিনি আমাকে বলেছিলেন আমি যে কথা বলেছি (বাজে আম্পায়ারিং) তা তুলে নেওয়ার জন্য।

কিন্তু আমি অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না। তাই ১৬ কোটি মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমি পদত্যাগ করলাম। এখন আমি সাবেক আইসিসি’র সভাপতি।

কামাল আরও বলেন, আইসিসি ও ভারতের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই। ক্ষোভ শুধু কলুষিত (এন শ্রীনিবাসন) ব্যক্তির প্রতি। আমাদের ক্রিকেট ভালো পর্যায়ে এগিয়ে নেওয়ার জন্য ভারতসহ সমস্ত বোর্ডের অনেক অবদান আছে। আমরা সব সময় সেই কথা স্বীকার করবো।

তিনি এ সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি জগমোহন ডালমিয়ার ভূষসী প্রশংসা করেন। মোস্তফা কামাল বলেন, ডালমিয়া বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের প্রাথমিক পর্যায়ে বাংলাদেশকে অনেক সহযোগিতা করেছেন। এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন কামাল।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ০১ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।