ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএল খেলতে বিকেলে দেশ ছাড়বেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
আইপিএল খেলতে বিকেলে দেশ ছাড়বেন সাকিব সাকিব আল হাসান

ঢাকা: আগামী ৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসর। ভারতীয় এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার বিকেলে ঢাকা ছাড়ার কথা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

তবে  আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম দু’টি ম্যাচে অংশ নেবেন তিনি। চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজের জন্য দুই ম্যাচ খেলেই দেশে ফিরতে হবে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।

গত ৩১ মার্চ বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে সাকিবকে এনওসি (অনাপত্তিপত্র) প্রদান করা হয়। সেখানে শুধুমাত্র ৮ ও ১১ এপ্রিলের ম্যাচ দু’টির জন্যই সাকিবকে অনাপত্তিপত্র দেওয়া হয়। সে হিসাবে সাকিবের ২ এপ্রিল ভারতে গিয়ে ১২ এপ্রিল দেশে ফিরতে হবে।

আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে ৮ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। ১১ এপ্রিল পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কেকেআর।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।