ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্রিসবেন হিটের কোচ হলেন ভেট্টরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
ব্রিসবেন হিটের কোচ হলেন ভেট্টরি

ঢাকা: একাদশ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া নিউজিল্যান্ডের স্পিনার ড্যানিয়েল ভেট্টরি ব্রিসবেন হিটের প্রধান কোচের দায়িত্ব পেলেন। স্টুয়ার্ট ল’র পরিবর্তে বিগ ব্যাশের এই দলে ভেট্টরি আগামী তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।



এর আগে স্টুয়ার্ট ল’র অধীনে ২০১৩/১৪ মৌসুমে ব্রিসবেন হিট নিজেদের আট খেলায় মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছিল।

২০১৫ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজে ভাবে হেরে শিরোপা বঞ্চিত হয় নিউজিল্যান্ড। তবে কিউইদের হয়ে অসাধারণ পারর্ফম করেন ভেট্টরি। তিনি এবারের আসরে স্পিনার হিসেবে সেরা পারর্ফরমার হয়েছেন। নয় ম্যাচ খেলে ৪.০৪ ইকোনোমিতে পেয়েছেন ১৫টি উইকেট।

এর আগে গত বছর আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচের দায়িত্বে ছিলেন ৩৬ বছরের এ তারকা বোলার। আর ব্রিসবেনের কোচের দায়িত্ব পেয়ে উচ্ছসিত বাঁহাতি স্পিনার বলেন, ‘এটা আমার জন্য একটি চ্যালেঞ্জের ব্যাপার। তবে আমি এ দায়িত্ব নিতে পেরে উচ্ছসিত। ’

ভেট্টরি ওয়ানডে, টেস্ট ও টি-২০ মিলিয়ে ৪৪২ ম্যাচ খেলেছেন। যেখানে অসাধারণ বোলিংয়ের পাশাপাশি তুলে নিয়েছেন ৭০৫ উইকেট।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।