ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাতেখড়ির বয়সেই ক্রিকেটকে গুডবাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
হাতেখড়ির বয়সেই ক্রিকেটকে গুডবাই বারনি গিবসন

ঢাকা: যে বয়সে একজন ক্রিকেটারের হাতেখড়ি হয়, সে বয়সেই ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘটনা দেখলো ক্রিকেট বিশ্ব। মাত্র ১৯ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইংল্যান্ডের ফার্স্টক্লাস ক্রিকেটার বারনি গিবসন।



এর আগে ক্রিকেটে যোগ দিয়েও আলোচনায় এসেছিলেন গিবসন। মাত্র ১৫ বছর ২৭ দিন বয়সে ইংল্যান্ডের ফার্স্টক্লাস ক্রিকেটে যোগ দিয়ে পুরো ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন গিবসন। আর এবার তিনিই ইংল্যান্ডের সর্ব কনিষ্ঠ ক্রিকেটার যিনি ক্রিকেটকে গুডবাই বললেন সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে।

ইয়র্কশায়ারের উইকেটরক্ষক এ ব্যাটসম্যান নিজের অবসর প্রসঙ্গে বলেন, ক্রিকেটে অবসরের সিদ্ধান্ত নেওয়া আমার জন্য বেশ কষ্টসাধ্য ছিল। আমাকে সমর্থন দেওয়ার জন্য ইয়র্কশায়ারের সকল স্টাফ আর খেলোয়াড়দের ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও যোগ করেন, আমি এ ক্লাবে মাত্র ১১ বছর বয়স থেকে রয়েছি। আর মনে হচ্ছে ক্যারিয়ার বদলের এটাই সঠিক সময়। তাই বিদায় নিলাম।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ০৫ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।