ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘ব্যাডবয়’ শেহজাদকে ‘গুডবয়’ বললেন গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
‘ব্যাডবয়’ শেহজাদকে ‘গুডবয়’ বললেন গেইল ছবি: সংগৃহীত

ঢাকা: ১৩ এপ্রিল টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে, দুইটি টেস্ট আর একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওয়ানডে এবং টেস্ট কোনো স্কোয়াডেই জায়গা হয়নি পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদের।



পাকিস্তানের এ ওপেনারকে আচরণগত সমস্যার কারণে ওয়ানডে এবং টেস্ট স্কোয়াডের বাইরে রেখে শুধু একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে।

টেস্ট এবং ওয়ানডে দলে জায়গা না পাওয়ায় গেইল পাকিস্তান ক্রিকেট বোর্ডে কড়া সমালোচনা করেন। শেহজাদের প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের তারকা ওপেনার ক্রিস গেইল তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, শুনলাম বাজে আচরণের কারণে তোমাকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু আমি জানি আচরণগত সমস্যার জন্য বাদ পড়ার মতো খারাপ ছেলে তুমি নও।

সেখানে গেইল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে উদ্দেশ্য করে জানান, শেহজাদের মতো মেধাবীদের প্রতিভাকে অপচয় না করতে।

তিন ফরমেটের কোনো স্কোয়াডেই ঠাঁই হয়নি পাকিস্তানের আরেক তারকা ক্রিকেটার মিডলঅর্ডার ব্যাটসম্যান উমর আকমলকে।

পাকিস্তানের নতুন নির্বাচক কমিটির চেয়ারম্যান হারুন রশিদ জানিয়েছেন, আমরা পাকিস্তানের সকল ক্রিকেটারকে তাদের আচরণের দিকে মনোযোগ দিতে বলেছি। বাজে আচরণের দায়ে কোনো ক্রিকেটারকে ছাড় দেওয়া হবে না। উমর আকমলকে এ কারণে দলের কোনো ফরমেটে রাখা হয়নি। শেহজাদকেও একই কারণে দুটি ফরমেটের স্কোয়াডে রাখা হয়নি।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে পাকিস্তানের কোচ ওয়াকার উইনুস আহমেদ শেহজাদ এবং উমর আকমলের বাজে আচরণের বিষয় নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ০৫ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।