ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠে ফিরতে উদগ্রীব আজমল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
মাঠে ফিরতে উদগ্রীব আজমল

ঢাকা: বোলিংয়ে নিষেধাজ্ঞার কারণে আট মাস ছিলেন দলের বাইরে। তবে, আইসিসি থেকে বৈধতা প‍াওয়ায় খুব শীঘ্রই মাঠে ফিরছেন সাঈদ আজমল।

এ মাসেই অনুষ্ঠিতব্য বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট সিরিজে বল হাতে দেখা যাবে এ ডানহাতি স্পিনারকে।

ফেব্রুয়ারিতে বিশ্বকাপ শুরুর আগে আইসিসির ছাড়পত্র পায় আজমল। কিন্তু, আত্মবিশ্বাসের ঘাটতি থাকায় নিজেই পাকিস্তানের হয়ে বিশ্বকাপে খেলার ব্যাপারে অনিচ্ছা পোষণ করেন। তবে, এখন পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশে পা রাখছেন ৩৭ বছর বয়সী এ বোলার।

‘এএফপি’তে দেওয়া সাক্ষাৎকারে আজমল বলেন, ‘আট মাস যাবৎ জাতীয় দলের বাইরে ছিলাম। জীবনের কঠিনতম সময় অতিবাহিত করেছি। ক্রিকেটের বাইরে থাকাটা সত্যিই খুব যন্ত্রণাময়। এ সময়ে পরিবার ও বন্ধুবান্ধবদের কাছ থেকে অনেক সমর্থন ও উৎসাহ পেয়েছি। তাদের কাছে আমি কৃতজ্ঞ। ’

তিনি আরও বলেন, ‘আমার বোলিং অ্যাকশনে কিছুটা সমস্যা ছিল। কঠিন পরিশ্রম করে তা কাটিয়ে উঠেছি। আশা করছি, আগের পারফরম্যান্সটা ধরে রাখতে পারব। পাকিস্তানের হয়ে নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় আছি। ’

উল্লেখ্য, তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ‍ও দু’টি টেস্ট ম্যাচ খেলতে ১৩ এপ্রিল বাংলাদেশে আসছে পাকিস্তান। তিন ফরমেটেই দলে রয়েছেন আজমল।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘন্টা, এপ্রিল ০৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।