ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অলরাউন্ড পারফর্ম করে দলকে জেতালেন নাসির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
অলরাউন্ড পারফর্ম করে দলকে জেতালেন নাসির

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জয় পেয়েছে নাসির হোসেনের বিসিবি নর্থ জোন। মাহামুদুল্লাহ রিয়াদের ওয়ালটন সেন্ট্রাল জোনকে ২ উইকেটে হারিয়েছে বিসিবি নর্থ জোন।



দিবারাত্রীর এ ম্যাচে আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাহামুদুল্লাহ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে। ২১০ রানের টার্গেটে নেমে তিন বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মুশফিক, সাব্বির আর নাসিরের বিসিবি নর্থ জোন।

আগে ব্যাটিংয়ে নেমে ওয়ালটন সেন্ট্রাল জোনের ওপেনিং জুটিতে আবদুল মজিদ আর রনি তালুকদার মিলে তোলেন ৪৬ রান। মজিদ ২৫ আর রনি তালুকদার ২২ রান করে বিদায় নেন। তিন নম্বরে নেমে ১০১ বলে ৭ চার আর এক ছয়ে শামসুর রহমান করেন অপরাজিত ৭৬ রান। আর লোয়ার মিডল অর্ডারে ব্যাটিংয়ে নেমে মোশাররফ হোসেন করেন অপরাজিত ৪১ রান। শামসুর আর রুবেল মিলে ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

এগারোতম বিশ্বকাপে দারুণ পারফর্ম করা মাহামুদুল্লাহ করেন মাত্র ৪ রান। বিসিবি নর্থ জোনের সর্বোচ্চ তিনটি উইকেট নেন তাইজুল ইসলাম। ১০ ওভার বল করে মাত্র ২৯ রান খরচ করেন তাইজুল। এছাড়া ১০ ওভারে ৩৫ রানের বিনিময়ে নাসির নেন দুটি উইকেট।

২০১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও ৯৪ বলে ৭৬ রানের একটি ঝলমলে ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান বিসিবি নর্থ জোনের দলপতি নাসির হোসেন। এছাড়া নাঈম ইসলাম ২৯, জুনায়েদ সিদ্দীক ১৬, ফরহাদ রেজা ২০ রান করেন। শেষ দিকে দুই বলে দুটি চার মেরে দলকে জয় পাইয়ে দেন সানজামুল ইসলাম।

মুশফিক মোশাররফ হোসেনের বলে বোল্ড হওয়ার আগে করেন ১৬ রান। আর সাব্বির রহমান মোশাররফ হোসেনের বলে এলবির ফাঁদে পড়ার আগে করেন মাত্র ৪ রান।

ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে শহিদ ও মোশাররফ নেন তিনটি করে উইকেট। ১০ ওভারে ৪৪ রানের বিনিময়ে তাসকিন আহমেদ নেন দুটি উইকেট।

অলরাউন্ড পারফর্ম করে ম্যাচ সেরা নির্বাচিত হন নাসির হোসেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ০৫ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।