ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নারাইন বন্দনায় গম্ভীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
নারাইন বন্দনায় গম্ভীর ফাইল ফটো

ঢাকা: কলকাতা নাইট রাইডার্সের সেরা বোলারদের তালিকায় সুনীল নারাইনের নামটাই প্রথমে থাকবে। কেকেআর’র অধিনায়ক গৌতম গম্ভীর জানান, নারাইনের অভাব পূরণ করার মতো কোনো বোলারই বর্তমান স্কোয়াডে নেই।



২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে নাম লেখান ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলার নারাইন। ৫.৪৭ ইকোনমি রেটে ২৪ উইকেট নিয়ে ঐ আসরে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন রহস্যময়ী এ ডানহাতি বোলার। ক্রমেই তিনি দলের অপরিহার্য সদস্যে পরিণত হন। গত তিন আসরের মধ্যে দু’বারই চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখ খানের কলকাতা।

গম্ভীর বলেন, ‘নারাইন দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বোলার। সে থাকলে বাড়তি স্পিনার নেওয়ার চিন্তা করতে হয় না। গত তিন বছর ধরে সে কলকাতার হয়ে খেলছে। প্রতিবারই বোলিংয়ে দাপট দেখিয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিতে তার দক্ষতা রয়েছে। ম্যাচ উইনার ক্রিকেটার হিসেবে তার তুলনা হয় না। ’

এ বাঁহাতি ব্যাটসম্যান আরও বলেন, ‘বর্তমান স্কোয়াডে অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্রাড হগ রয়েছেন। এছাড়াও আরো স্পিন বোলার আছে। তবে, কেউই নারাইনের মতো নন। সে সম্পূর্ণ ভিন্ন ধরণের বোলার। তার ব্যাকআপ দেওয়ার জন্য কেউই যোগ্য নন। ’

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘন্টা, এপ্রিল ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।