ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবি একাদশের নেতৃত্বে নাসির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
বিসিবি একাদশের নেতৃত্বে নাসির নাসির হোসেন

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট ম্যাচ খেলতে আগামী ১৩ এপ্রিল  ঢাকা আসছে পাকিস্তান ক্রিকেট দল। মূল  সিরিজ শুরুর আগে আগামী ১৫ এপ্রিল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান দল।



পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের  বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি একাদশের নেতৃত্ব দেবেন নাসির হোসেন।

বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

বিসিবি একাদশ: ইমরুল কায়েস, রনি তালুকদার, লিটন কুমার দাশ, মুমিনুল হক, শুভাগত হোম, সোহাগ গাজী, আল-আমিন হোসেন, নাসির হোসেন (অধিনায়ক), সাব্বির রহমান, জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম, আবুল হাসান রাজু, মু্ক্তার আলী ও মোহাম্মদ শহিদ।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।