ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিক-নাঈমের ব্যাটে ফাইনালে নাসির বাহিনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
মুশফিক-নাঈমের ব্যাটে ফাইনালে নাসির বাহিনী ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এ জয় পেয়েছে নাসির হোসেনের বিসিবি নর্থ জোন। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাশরাফি বিন মর্তুজার প্রাইম ব্যাংক সাউথ জোনকে ৮৮ রানে হারিয়েছে নর্থ জোন।

আর এ জয়ের ফলে ইসলামী ব্যাংকের বিপক্ষে  ১২ এপ্রিলের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে নর্থ জোন।
 
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিসিবি নর্থ জোনের অধিনায়ক নাসির হোসেন। আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার মাহমুদুল হাসান, নাঈম ইসলাম, মুশফিকুর রহিম, সাব্বির রহমান ও নাসির হোসেনের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে নর্থ জোন করে ৩২১ রান। দলের হয়ে সর্বোচ্চ রান আসে তিন নম্বরে ব্যাটিংয়ে নামা নাঈম ইসলামের ব্যাট থেকে।
 
মাশরাফির বলে আউট হওয়ার আগে নাঈম ১০৭ বলে ৭টি চারের সাহায্যে করেন ৮০ রান। টাইগারদের টেস্ট দলপতি মুশফিক করেন ৭৮ রান। মুশফিকের ৬৬ বলের ইনিংসে ছিল ৫টি চার আর ৪টি ছক্কার মার। ব্যাটে ঝড় তুলে সাব্বির রহমান করেন ৬৬ রান। মাত্র ৩৪ বলে ৭টি চার আর তিনটি ছয়ে সাব্বির তার ইনিংসটি সাজান। ওপেনার মাহমুদুল হাসান খেলেন ৪৮ রানের একটি দৃষ্টিনন্দন ইনিংস। দলপতি নাসির হোসেন ২২ বলের মোকাবেলায় ৬টি চারে করেন ৩৯ রান।
 
সাউথ জোনের হয়ে দুটি করে উইকেট নেন রুবেল হোসেন, মাশরাফি এবং জিয়াউর রহমান।
 
৩২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাশরাফি বাহিনী ৪৪.১ ওভার খেলে সবক’টি উইকেট হারিয়ে তোলে ২৩৩ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন দলপতি মাশরাফি। মাত্র ৪৪ বলে ৮টি চার আর তিনটি ছয়ে মাশরাফি খেলেন ৬৯ রানের ঝড়ো একটি ইনিংস।
 
এছাড়া সোহাগ গাজী ৩৯, মোহাম্মদ মিথুন ৩৮ আর ওপেনার সৈকত আলী করেন ২৫ রান।
 
বিসিবি নর্থ জোনের হয়ে দুটি করে উইকেট নেন দেলোয়ার হোসেন, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম এবং সানজামুল ইসলাম। ৬.১ ওভার বল করে শেষ ব্যাটসম্যান মাশরাফিকে ফিরিয়ে দিয়ে মাত্র ১৫ রান খরচ করেন নাসির হোসেন।
 
ম্যাচ সেরা নির্বাচিত হন মুশফিকুর রহিম।
 
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।