ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসি’র সেরা দশে টাইগার পেসার রুবেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
আইসিসি’র সেরা দশে টাইগার পেসার রুবেল

ঢাকা: সদ্য সমাপ্ত এগারোতম বিশ্বকাপের সেরা দশ ব্যাটসম্যানদের তালিকায় আগেই স্থান পেয়েছেন টাইগার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। এবারে সেরা দশ বোলারের তালিকায় জায়গা পেয়েছেন টাইগার পেস তারকা রুবেল হোসেন।



বিশ্বকাপ শেষে আইসিসির অফিসিয়াল সাইট বিশ্বকাপের সেরা দশ ব্যাটিং, বোলিং, ক্যাচ ও ম্যাচ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানেই রুবেলের এ অসামান্য কৃতিত্ব নিয়ে লেখা হয়েছে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ। আর সে ম্যাচে দুর্ধর্ষ বোলিং করেন রুবেল হোসেন। যার পুরস্কারস্বরুপ তিনি জায়গা পেয়েছেন সেরা দশে।

৯ মার্চের সে ম্যাচে ইংলিশরা যখন টাইগারদের কবল থেকে নিজেদের ছাড়িয়ে জয়ের দিকে হেঁটে যাচ্ছিল, ঠিক সে সময়েই রুবেলের দারুন এক ওভারে ভেস্তে যায় ইংলিশদের জয়ের পথ।

৪৯তম ওভারের প্রথম বলে স্টুয়ার্ট ব্রডকে বোল্ড করেন রুবেল। এক বল পরেই জেমস অ্যান্ডারসনের স্ট্যাম্প উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেন রুবেল। এর আগেই তিনি টাইগারদের গলার কাঁটা হয়ে দাঁড়ানো ওপেনার ইয়ান বেল এবং ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানকে ফিরিয়ে দেন।

সে ম্যাচে রুবেলের বোলিং ফিগার দাঁড়ায় ৯.৩-০-৫৩-৪।

রুবেলের বোলিং নিয়ে আইসিসি লিখেছে, ‘কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে দিতে পারে এমন একটা ম্যাচে বাংলাদেশের ২৭৫ ভালোভাবেই তাড়া করছিল ইংল্যান্ড। ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বল করা রুবেল প্রথমে ইংল্যান্ডের মেরুদন্ড ভেঙে দেন। ফলে বাংলাদেশের মধ্যে জয়ের বিশ্বাস চলে আসে। ’

সেখানে আরও লেখা রয়েছে, ‘জস বাটলার আর ক্রিস ওকসের ৭৫ রানের জুটি আবারও ইংল্যান্ডকে ম্যাচে ফেরায়। বাটলার আউট হওয়ার পর আর ক্রিস জর্ডানের দুর্ভাগ্যজনক রান আউটে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৪ বলে ৩৮ রান। সে সময় ইংলিশদের হাতে ছিল আরও দুই উইকেট। ব্রড আর ওকস ইংল্যান্ডকে ভালোমতোই এগিয়ে নিচ্ছিলেন। এর পরই আবারো রুবেল তার বোলিং শুরু করেন। প্রথম বলেই ব্রডের স্টাম্প উপড়ে দেন তিনি। অ্যান্ডারসন ক্রিজে আসলেও রুবেলের তৃতীয় বলে বোল্ড হন অ্যান্ডারসন। ততক্ষণে রুবেল তার সতীর্থদের সঙ্গে জয়ের আনন্দে মাতোয়ারা। ’

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।